Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5277
চীন
১.চীনের সর্বোচ্চ আইন পরিষদ ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটিতে আইনটি পাশ হয় কবে?
-৩০ জুন ২০২০।
২. এ নিরাপত্তা আইনটি কবে কার্যকর হয়?
-১ জুলাই ২০২০।
৩.হংকংয়ের প্রধান নির্বাহী কে?
-ক্যারি ল্যাম।
৪.হংকংত্যাগী ৫০ হাজার মানুষের জন্য আয়ারল্যান্ডে যে শহর বানানো হবে তার নাম কী?
-নেক্সপলিস।
৫.নেক্সপলিস শহরের আয়তন কত?
-৫০ বর্গ কিমি।
৬.আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী কবে নাগাদ চীন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করে শীর্ষ অর্থনীতির দেশ হবে?
-২০২৪ সালে।
৭.বিশ্বের বৃহত্তম নৌবাহিনী এখন কোন দেশের?
-চীন ।
৮.চীনের কূটনৈতিক আগ্রাসি আচরণকে কী নামে অভিহিত করা হয়?
-নেকড়ে যোদ্ধা কূটনীতি।
৯.দি চেয়ারম্যান অব এবরিথিং বলা হয় কাকে?
-সি চিন পিং-কে।
১০.৬ অক্টোবর ২০২০ জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত এক বৈঠক থেকে চীনের উইঘর, হংকং ও তিব্বত নীতির নিন্দা জানায় কতটি দেশ?
-৩৯টি।
১১.চাঁদের মাটি আনতে কোন চীনা মহাকাশযান ২৩ নভেম্বর ২০২০ চাঁদের উদ্দেশ্যে রওনা দেয়?
-Change e-5।
১২.প্রথম কোন দেশে ৭ নভেম্বর ২০২০ পরীক্ষামূলকভাবে ৬জি উপগ্রহ উৎক্ষেপণ করে?
-চীন।
১৩.হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের প্রেক্ষাপটে কোন দেশ হংকংয়ের সাথে প্রত্যাবাসন চুক্তি স্থগিত করে?
-যুক্তরাজ্য।

ইরান
১.ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা কাশেম সোলেইমানি হত্যার শিকার হন কবে?
-৩ জানুয়ারি ২০২০।
২.ইসলামি রেভ্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান কে ছিলেন?
-কাশেম সোলেইমানি।
৩.কাশেম সোলেইমানি ভক্তদের কাছে কী নামে পরিচিত ছিলেন?
-হাজি কাশেম।
৪.কাশেম সোলেইমানি কবে ইরানের সর্বোচ্চ সামরিক সম্মান অর্ডার অব জুলফাঘর লাভ করেন?
-মার্চ ২০১৯।
৫.ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকে কী নামে আখ্যা দেন?
-বিপ্লবের জীবন্ত শহিদ।
৬.কাশেম সোলেইমানি কোথায় হত্যাকান্ডের শিকার হন?
-বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে।
৭.কোন দেশের সেনা ঘাঁটি থেকে এ হামলা চালানো হয়?
-কাতার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]