Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5275
১.বাংলাদেশ উন্নয়ন ফোরামের ৩৮ তম বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
-২৯-৩০ জানুয়ারি ২০২০ ।
২.বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শকের নাম কী?
-ড. বেনজীর আহমেদ।
৩.বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান কে?
-এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল।
৪.দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয় কবে?
-১ জুলাই ২০২০ সালে।
৫.নিচের কোন ব্যক্তির জন্মশতবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয়?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬.বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে?
-মনোয়ারা হাবীব ।
৭.দেশে নতুন ইপিজেড নির্মাণ করা হবে কোথায়?
-রংপুর, যশোর ও পটুয়াখালী।
৮.দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের নাম কী?
-মাতারবাড়ি সমুদ্রবন্দর।
৯.দেশের প্রথম গবীর সমুদ্রবন্দর নির্মিত করা হবে কোথায়?
-মহেশখালী, কক্সবাজার।
১০.দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেলওয়ে সেতুর নাম কী?
-বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু
১১.বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত হবে?
-৪.৮০ কিলোমিটার।
১২.৩১ আগস্ট ২০২০ মন্ত্রিসভার বৈঠকে কোন সমুদ্রবন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়?
-সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর।
১৩.বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
-৩৫টি।
১৪.দেশের ৩৫ তম নদীবন্দর কোনটি?
-বালাগঞ্জ।
১৫.বালাগঞ্জ নদীবন্দর কোন জেলায় অবস্থিত?
-সিলেট।
১৬.বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি?
-৬১টি।
১৭.সর্বশেষ তফসিলি ব্যাংক কোনটি?
-সিটিজেন ব্যাংক লিমিটেড।
১৮.মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো কত টাকার নোট বাজারে ছাড়ে?
-২০০ টাকা ।
১৯.২০০ টাকার নোট বাজারে আসে কবে?
-১৮ মার্চ ২০২০।
২০.বাংলাদেশে বর্তমানে কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে?
-৭ ধরনের।
২১.বাংলাদেশের সপ্তম ব্যাংক নোট কোনটি?
-২০০ টাকা
২২.বর্তমানে দেশে ব্যাংক রেট কত?
-৪%
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    108 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]