Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5265
হকের দ্বিতীয় মন্ত্রিসভা
১.এ কে ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হয় কবে?
-১৩ ডিসেম্বর ১৯৪১ সালে।
২.শ্যামা-হক মন্ত্রিসভা কি?
-১৯৪১ সালের হকের প্রথম মন্ত্রিসভা ভেঙে গেলে এ কে ফজলুল হক হিন্দু মহাসভার সাথে কোয়ালিশনে মন্ত্রিসভা গঠন করেন। হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে সহযোগে এ মন্ত্রিসভাকে শ্যামা-হক মন্ত্রিসভা বলা হতো।
৩.হকের দ্বিতীয় মন্ত্রিসভা কবে ভেঙে যায়?
-২৮ মার্চ ১৯৪৩ সালে।

লাহোর প্রস্তাব
১.লাহোর প্রস্তাবের অন্য নাম কী?
-পাকিস্তান গঠনের প্রস্তাব।
২.কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
-এ কে ফজলুল হক।
৩.লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয়?
-২৩ মার্চ ১৯৪০ সালে।
৪.লাহোর প্রস্তাব গৃহীত হয় কবে?
-২৪ মার্চ ১৯৪০ সালে।
৫.লাহোর প্রস্তাব কোথায় উত্থাপন করা হয়?
-লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের সাধারণ অধিবেশনে।
৬.লাহোর প্রস্তাব অধিবেশনের সভাপতি কে ছিলেন?
-মুহাম্মদ আলী জিন্নাহ।
৭.কংগ্রেসের কোন নেতা লাহোর প্রস্তাবের তীব্র নিন্দা করেন?
-জওহরলাল নেহেরু।

নাজিম উদ্দীন মন্ত্রিসভা
১.নাজিম উদ্দীন মন্ত্রিসভা গঠিত হয় কবে?
-২৪ এপ্রিল ১৯৪৩ সালে।
২.বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেয় কবে?
-১৯৪৩ সালে।

১৯৪৬ সালের নির্বাচন
১.১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগের নির্বাচনী মার্কা কী ছিল?
-হারিকেন।

১৯৪৬ সালের নির্বাচনের ফলাফল
দল – প্রাপ্ত আসন
মুসলিম লীগ – ১১৬
কংগ্রেস – ৮৬
কৃষক প্রজা পার্টি – ৫
নির্দলীয় তফসিলি – ৫
ইউরোপীয়ান – ২৫
স্বতন্ত্র (মুসলিম) – ২
স্বতন্ত্র (হিন্দু) – ২
হিন্দু মহাসভা – ১
খ্রিস্টান – ২
অ্যাংলো ইন্ডিয়ান – ৪
কমিউনিস্ট পার্টি – ৩
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]