Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5257
১.জনসংখ্যার হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
-ভারত।
২.টেকসই উন্নয়ন লক্ষ্য ৪ এর মূল প্রতিপাদ্য কী?
-২০৩০ সালের মধ্যে সবার জন্য একীভূত, সমতামুখী, মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা।
৩.২০২০ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কী?
-বিশ্ব খাদ্য কর্মসূচী।
৪.ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিশংসনের মুখোমুখি হওয়া কততম প্রেসিডেন্ট?
-তৃতীয়।
৫.নেপালের প্রধানমন্ত্রীর নাম কী?
-কে. পি. শর্মা অলি ।
৬.মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?
-জো বাইডেন।
৭.রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরূদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে কোন দেশ?
-গাম্বিয়া।
৮.মেয়দের চলমান ক্রিকেট বিশ্বকাপে ২৭ ফেব্রুয়ারি ২০২০ অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে কোন দল জয়ী হয়?
-বাংলাদেশ।
৯.পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
-ভারত।
১০.২০২০ সালের অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে?
-জাপান।
১১.ফিফা বিশ্বকাপ ২০২২ কোন দেশে অনুষ্ঠিত হয়?
-কাতার।
১২.করোনা ভাইরাসকে কী নামে আন্তর্জাতিকভাব আখ্যায়িত করা হয়েছে?
-কোভিড ১৯।
১৩.মানবদেহে কোভিড১৯ শনাক্ত হয় কোথায়?
-চীনের হুবেই প্রদেশের উহান শহরে ।
১৪.বাংলাদেশে কত তারিখে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?
-৮ মার্চ ২০২০।
১৫.করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরূদ্ধে মামলা করেছে?
-মিসৌরি।
১৬.২৬ জানুয়ারি ২০২০ বাংলাদেশ সরকার কোন শহরকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করে।
-কক্সবাজার।
১৭.বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
-মো. সোহরাব হোসাইন।
১৮.দেশের ১৬ তম অ্যাটর্নী জেনারেল কে?
-আবু মোহাম্মদ আমিন উদ্দীন।
১৯.মুজিব শকবর্ষের লোগোটির ডিজাইনার কে?
-সব্যসাচী।
২০.২০২০ সালের বর্ষপণ্য কোনটি?
-লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    108 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]