Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5253
১.নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায়?
-নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় নারীর মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করা, সাংবিধানিক গ্যারান্টিসহ রাষ্ট্রীয় শাসনযন্ত্রের সকল স্তরে তথা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে নারীর অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করা।
২.সংবিধানের কততম অনুচ্ছেদে নারী-পুরুষেন সমান অধিকার দেয়া হয়েছে?
-সংবিধানের ২৮ (২) অনুচ্ছেদে ।
৩.ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসকের দায়িত্ব কী কী?
- ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসকের দায়িত্বগুলো হলো:
১.রাজস্ব বিষয়ক
২.ফৌজদারি বিচারসংক্রান্ত
৩.রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক
৪.ট্রেজারি ও স্ট্যাম্প
৫.লাইসেন্স ও সার্টিফিকেট
৬.ভূমি হুকুম দখলসংক্রান্ত
৭.সংবাদ ও প্রকাশনা
৮.আদমশুমারী
৯.বেসামরিক প্রতিরক্ষা
১০.ত্রাণ ও পুনর্বাসন ইত্যাদি।
৩.স্টিফেন হকিং কোন দেশের বিজ্ঞানী?
-ইংল্যান্ডের।
৪.প্রশাসকি সংস্কার এর মূল কথা কী?
-প্রশাসনকে দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করাই প্রশাসকি সংস্কারের মূল কথা।
৫.অধ্যাদেশ কী?
-বিশেষ ক্ষমতাবলে প্রদত্ত নির্দেশ, আদেশ বা ব্রিক্রি।
৬.পয়েন্ট অব অর্ডার কী?
-আইনসভায় সদস্যদের বৈধতার প্রশ্ন।
৭.দর্শনের জনক কে?
-থেলিস।
৮.বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে কে নিয়োজিত আছেন?
-শেখ হাসিনা।
৯.তৃতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেটের বিচারসংক্রান্ত ক্ষমতা কী?
-২ বছরের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা।
১০.প্লেটোর প্রকৃত নাম কী?
-এরিসটোফ্লেস।
১১.ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ কী কী?
-ব্রিটিশ সংবিধানের উৎস সমূহ হলো:
১.সনদ
২.পার্লামেন্ট প্রণীত আইন
৩.প্রথাগত আইন
৪.বিচার বিভাগীয় সিদ্ধান্ত এবং
৫.সাংবিধানিক রীতি
১২.পিপীলিকা কী?
-বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]