- Fri Jan 01, 2021 1:05 pm#5229
১.কম্পিউটারের মনিটরে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক কী?
-পিক্সেল।
২.মনিটর, প্রিন্টার, প্লটার, প্রজেক্টর ইত্যাদি কোন ধরনের ডিভাইস?
-আউটপুট ডিভাইস।
৩.ডেটাবেসে কোনো তথ্য খুজে বের করাকে কী বলে?
-কুয়েরি।
৪.বাংলাদেশের প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি?
-বিজয়।
৫.ব্যাক আপ কী?
-নির্ধারিত ফাইল কপি করা।
৬.কম্পিউটারে হার্ডওয়্যারের মধ্যে কতটি অংশ থাকে?
-তিনটি।
৭.কম্পিউটার কোন ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কী বলে?
-স্টার্টআপ ডিস্ক।
৮.কোনো অনুবাদক প্রোগ্রাম ছাড়া কম্পিউটার কোন ভাষা বুঝতে পারে?
-যান্ত্রিক ভাষা।
৯.বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কী?
-বিট।
১০.ইন্টারপ্রেটার কী?
-একটি অনুবাদক প্রোগ্রাম।
১১.অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইলকে কী বলা হয়?
-স্পাম।
১২.কম্পিউটারে সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে কোনটি?
-মেমোরি।
১৩.কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
-ফাইবার অপটিক কেবল।
১৪.নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
-সি
১৫.নিচের কোন মাধ্যমটি ডেটা ধারনক্ষমতা সবচেয়ে বেশি?
-ডিজিটাল ভিডিও ডিস্ক
১৬.ইন্সটাগ্রাম উদ্ভাবন করেন কী?
-কেভিন সিস্ট্রম ও মাইক ক্রিঞ্জার
১৭.নিচের কোনটিকে Midrange computer বলা হয়?
-মিনি কম্পিউটার।
১৮.ল্যান এর অপর নাম কী?
-নিক
১৯.সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কী বলা হয়?
-ওয়ার্ক স্টেশন।
২০.পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কী?
-কৃত্রিম বুদ্ধিমত্তা
-পিক্সেল।
২.মনিটর, প্রিন্টার, প্লটার, প্রজেক্টর ইত্যাদি কোন ধরনের ডিভাইস?
-আউটপুট ডিভাইস।
৩.ডেটাবেসে কোনো তথ্য খুজে বের করাকে কী বলে?
-কুয়েরি।
৪.বাংলাদেশের প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি?
-বিজয়।
৫.ব্যাক আপ কী?
-নির্ধারিত ফাইল কপি করা।
৬.কম্পিউটারে হার্ডওয়্যারের মধ্যে কতটি অংশ থাকে?
-তিনটি।
৭.কম্পিউটার কোন ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কী বলে?
-স্টার্টআপ ডিস্ক।
৮.কোনো অনুবাদক প্রোগ্রাম ছাড়া কম্পিউটার কোন ভাষা বুঝতে পারে?
-যান্ত্রিক ভাষা।
৯.বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কী?
-বিট।
১০.ইন্টারপ্রেটার কী?
-একটি অনুবাদক প্রোগ্রাম।
১১.অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইলকে কী বলা হয়?
-স্পাম।
১২.কম্পিউটারে সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে কোনটি?
-মেমোরি।
১৩.কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
-ফাইবার অপটিক কেবল।
১৪.নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
-সি
১৫.নিচের কোন মাধ্যমটি ডেটা ধারনক্ষমতা সবচেয়ে বেশি?
-ডিজিটাল ভিডিও ডিস্ক
১৬.ইন্সটাগ্রাম উদ্ভাবন করেন কী?
-কেভিন সিস্ট্রম ও মাইক ক্রিঞ্জার
১৭.নিচের কোনটিকে Midrange computer বলা হয়?
-মিনি কম্পিউটার।
১৮.ল্যান এর অপর নাম কী?
-নিক
১৯.সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কী বলা হয়?
-ওয়ার্ক স্টেশন।
২০.পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কী?
-কৃত্রিম বুদ্ধিমত্তা