Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5223
১.বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর কেনা নিজস্ব উড়োজাহাজের সংখ্যা কত?
-১৯টি।
২.বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বর্তমানে কতটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে?
-১৭টি।
৩.ঢাকার দুই সিটি কর্পোরেশনের দুইজন মেয়রের নাম কি?
-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
৪.বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর মোবাইল অ্যাপস এর নাম কী?
-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
৫.বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর বহরে সংযুক্ত হওয়া সর্বশেষ উড়োজাহাজের নাম কী?
-ধ্রুবতারা।
৬.বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কোন শহর থেকে উৎক্ষেপণ করা হয়?
-ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে।
৭.বর্তমান অর্থবছরের বাংলাদেশের জাতীয় বাজেট কত?
-২০২০-২১ অর্থবছরে মোট জাতীয় বাজেট ৫,৬৮,০০০ কোটি টাকা।
৮.বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকারের নাম কী?
-ড. শিরিন শারমিন চৌধুরী।
৯.জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন করবে?
-২০০ টাকা।
১০.বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশ কততম স্থানে অবস্থিত?
-অষ্টম।
১১.বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
-৭২.৬ বছর।
১২.সরকারি সাইলো কতটি আছে?
-৫টি।
১৩.বাংলাদেশের টেস্ট এবং ওয়ানডে দলের বর্তমান অধিনায়কদের নাম কী?
-মুমিনুল হক ও তামিম ইকবাল।
১৪.২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে সাকিব আল হাসান কয়টি উইকেট লাভ করেন?
-১১টি।
১৫.বীরাঙ্গনাদের কত সালে মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়া হয়?
-১৬ সেপ্টেম্বর ২০১৫।
১৬.ইন্টারপোল এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৯৪টি।
১৭.যুক্তরাজ্য কত তারিখে বেক্সিট বাস্তবায়ন করে?
-৩১ জানুয়ারি ২০২০।
১৮.সম্প্রতি জাতিসংঘে ভোটাধিকার বাতিল হয় কোন দেশের?
-ভেনিজুয়েলা।
১৯.২০১৯ সালে নিরাপদ নগরী সূচকে শ্রেষ্ঠ নগরী কোনটি?
-টোকিও।
২০.ফনী ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল কোন কোন দেশে?
-ভারত ও বাংলাদেশ।
২১.নেপালের প্রধানমন্ত্রীর নাম কী?
-কে. পি. শর্মা অলি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    110 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]