Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5221
১.প্লেটোর মতে একটি ব্যক্তির জীবনে কতটি উপাদান বিদ্যমান ও কী কী?
-৩টি। যথা:
-প্রজ্ঞা
-বিক্রম ও
-প্রবৃত্তি
২.এরিস্টটল তার কোন পুস্তকে বিপ্লব তত্ত্ব সম্পর্কে আলোকপাত করেছেন?
-দ্য পলিটিক্স গ্রন্থে।
৩. এরিস্টটলের দাসতত্ত্বের মূলকথা কী?
-তার দাসতত্ত্বের মূল কথা হলো দাসপ্রথা প্রকৃতির একটি শ্বাশত নীতিরই ফলশ্রুতি এবং নীতি হচ্ছে আদেশ ও আনুগত্যের সমন্বয়ে। মানবিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যেই এই সমন্বয়ের সূচনা।
৪.ছায়া মন্ত্রীসভা কী?
-আনুষ্ঠানিকভাবে অপ্রকাশিত অভ্যন্তরীণ সিদ্ধান্তজনিত মন্ত্রীসভাকে ছায়া মন্ত্রীসভা বলে।
৫.প্রজাতন্ত্র কী?
-যে রাষ্ট্রে প্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন সেই সরকারকে প্রজাতন্ত্র বলে।
৬.রেফারেন্ডাম কী?
-কোনো বিতর্কিত বিষয়ের ওপর বিশেষ করে আইন পরিষদের কোনো বিতর্কিত খসড়ার ওপর জনগণের ভোটগ্রহণ করাকে রেফারেন্ডাম বলে।
৭.নির্বাচকমন্ডলী বলতে কী বোঝায়?
-রাষ্ট্রের আইন অনুযায়ী নাগরিক প্রতিনিধি নির্বাচনের অধিকার লাভ করে তাদেরকে সমষ্টিগত নির্বাচকমন্ডলী বলে।
৮.যুক্তফ্রন্ট কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৫৪ সালে।
৯.যুক্তফ্রন্টের রাজনৈতিক দলগুলোর নাম কী?
-আওয়ামী মুসলিম লীগ
-কৃষক শ্রমিক পার্টি
-নেজামী ইসলাম
-গণতন্ত্রী দল ও আরো কতিপয় ক্ষুদ্র সংগঠনের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
১০.যুক্তফ্রন্ট কয় দফার ভিত্তিতে নির্বাচনে অবতীর্ণ হয়?
-২১ দফার ভিত্তিতে।
১১.২১ দফার প্রথম দফা কি ছিল?
-২১ দফার প্রথম দফা ছিল বাংলা ভাষা হবে পাকিস্তানের অন্যতম একটি রাষ্ট্রভাষা।
১২.কবে পাকিস্তানের সর্বপ্রথম সংবিধান প্রণীত হয়?
-১৯৫৬ সালে।
১৩.পাকিস্তানকে কবে প্রথম সামরিক শাসন জারি করেন?
-১৯৫৮ সালের ৭ অক্টোবর জেনারেল ইস্কান্দার মির্জা।
১৪.রাষ্ট্র সমবায় কী?
-রাষ্ট্র সমবায় কতকগুলো রাষ্ট্রের সমাবেশ বিশেষ।
১৫.কয়েকটি যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার শাসিত দেশের নাম কী?
-মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, সুইজারল্যান্ড প্রভৃতি।
১৬.পৃথিবীর কোন কোন দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত?
-গ্রেট ব্রিটেন, জাপান, ভুটান ইত্যাদি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]