Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5213
নেহেরু রিপোর্ট ও জিন্নাহর চৌদ্দ দফা
১.১৯২৯ সালে চৌদ্দ দফা দাবি উপস্থাপন করেন কে?
-মোহাম্মদ আলী জিন্নাহ।
২.কে পূর্ণ স্বরাজ্য প্রতিষ্ঠার জন্য ১৯৩০ সালে আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
-মহাত্মা গান্ধী।
৩.কত সালে আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়?
-১৯৩০ সালে।
৪.ডান্ডি স্থানটি ভারতের কোথায় অবস্থিত?
-গুজরাটে।
৫.ভারতে আইন অমান্য আন্দোলন চলছিল কত বছর?
-তিন বছর।

গোল টেবিল বৈঠক
১.গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?
-লন্ডনে।
২.সাম্প্রদায়িক বাটোয়ারা প্রাধান্য দেয় কিসে?
-সম্প্রদায়গত সুবিধার।
৩.কয়টি প্রদেশ নিয়ে পাকিস্তান গঠনের প্রস্তাব করা হয়?
-৫টি।
৪.মুহম্মদ আলী জিন্নাহ কত সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন?
-১৯৩৪ সালে।
৫.হিন্দু-মুসলমানদের মিলনের অগ্রদূত ছিলেন কে?
-জিন্নাহ।
৬.কে মুহম্মদ আলী জিন্নাহকে হিন্দু-মুসলমান মিলনের অগ্রদূত বলেন?
-গোখলে।

১৯৩৫ সালের ভারত শাসন আইন
১.ভারত শাসন কখন আইন প্রণীত হয়?
-১৯৩৫ সালে।
২.১৯৩৫ সালের ভারত শাসন আইন এদেশের কোন শাসনব্যবস্থায় প্রবর্তন করে?
-যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা।
৩.১৯৩৫ সালের ভারত শাসন আইন প্রণয়ন হয় কিভাবে?
-সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে।
৪.ভারত শাসন আইনকে জওহরলাল নেহেরু কী নামে অভিহিত করেন?
-দাসত্ব।
৫. বাংলার কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য প্রথম রাজনীতিবিদ কে ছিলেন?
-এ. কে ফজলুল হক।
৬.র‌্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা শর্ত প্রবর্তন করেন কবে?
-১৯৩২ সালে।
৭.ভারতের রাজনীতির উল্লেখযোগ্য পরিবর্তনের মূলে কি ছিল?
-১৯৩৫ সালের ভারত শাসন আইন।
৮.বাংলার কৃষক সম্প্রদায়ের অধিকাংশ কি ছিল?
-মুসলমান।
৯.প্রথম জীবনে এ কে ফজলুল হক কি করতেন?
-সরকারি চাকরি।
১০.কামারের চর জায়গাটি কোথায়?
-জামালপুরে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1549 Views
    by bdchakriDesk
    0 Replies 
    838 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2008 Views
    by tamim
    0 Replies 
    1646 Views
    by raja
    0 Replies 
    1584 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]