Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5208
১.এম এস এক্সেল এর কলাম ও সারির প্রত্যেকটি ঘরকে কী বলে?
-সেল।
২.UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
-আইবিএম।
৩.প্রোগ্রাম রচনার পর্যায়ক্রমিক ধাপসমূহকে কী বলে?
-Algorithm
৪.ব্যবহারকারী ও হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোনটি?
-সফটওয়্যার।
৫.বিশ্বব্যাপী ক্লাউড কম্পিউটিং সেবা প্রদান শুরু হয় কত সালে?
-২০০৫ সালে।
৬.কম্পিউটারের নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম কে কী বলা হয়?
-বিগ ব্ল।
৭.মাইক্রোকম্পিউটারের অপর নাম কী?
-পার্সোনাল কম্পিউটার।
৮.সেন্সর কী?
-এমন এক ধরনের ডিভাইস যা কোনো সংকেতকে চিহ্নিত করতে পারে।
৯.কম্পিউটারের বাসের গতি মাপা হয় কিভাবে?
-মেগাহার্জে।
১০.যে বাস সিপিইউ এর সাথে অন্যান্য অংশের সংযোগ স্থাপন করে তাকে কী বলে?
-সিস্টেম বাস।
১১.ডেটাবেজ সিস্টেমের কোথায় তথ্য বা ডেটা জমা থাকে?
-ব্যাক ইন্ড।
১২.কম্পিউটার ভাইরাস নামকরণ করেন কে?
-ফ্রেডেরিক বি. কোহেন।
১৩.কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
-FORTRAN ।
১৪.ন্যানোপ্রযুক্তি জনক বলা হয়?
-রিচার্ড ফিলিপস ফাইনম্যানকে।
১৫.আধুনিক কম্পিউটারের জনক কে?
-জন ভন নিউম্যান।
১৬.কোন প্রজন্মের কম্পিউটারে বায়ুশূন্য ভাল্ব ব্যবহার করা হয়?
-প্রথম প্রজন্ম।
১৭.হাইব্রিড কম্পিউটারের ইনপুট হলো –
-এনালগ পদ্ধতি।
১৮.কম্পিউটারের মূল মেমোরি তৈরিতে কী ব্যবহৃত হয়?
-সিলিকন।
১৯.মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কত সালে?
-১৯৭১ সালে।
২০.মাউস কে আবিষ্কার করেন?
-ডগলাস এঞ্জেলবার্ট।
২১.কম্পিউটারের সকল প্রোগ্রাম ও ডেটা সংরক্ষণ করে কোনটি?
-মেমোরি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    638 Views
    by khushbu
    0 Replies 
    475 Views
    by bdchakriDesk
    0 Replies 
    196 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2652 Views
    by sajib
    0 Replies 
    2546 Views
    by rajib

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]