- Thu Dec 31, 2020 1:01 pm#5206
১.মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
-নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার।
২.৫৯ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
-৩ নভেম্বর ২০২০।
৩.নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কে কে?
-রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
৪.নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র।
৫.জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
-৪৬ তম।
৬.নির্বাচনে জো বাইডেন কতটি ইলেকটোরাল ভোট পান?
-২৩২টি।
৭.মোট ইলেকটোরাল ভোট কতটি?
-৫৩৮টি।
৮.মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ কত বছর?
-৪ বছর।
৯.মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-জো বাইডেন।
১০.সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-জো বাইডেন।
১১.জো বাইডেন কত সালে জন্মগ্রহণ করেন?
-২০ নভেম্বর ১৯৪২ সালে।
১২.তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
-স্ক্রান্টন, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র।
১৩.তিনি কততম ভাইস প্রেসিডেন্ট ছিলেন?
-৪৭ তম।
১৪.তিনি কোন রাজ্যের সিনেটর ছিলেন?
-ডেলাওয়্যার।
১৫.জো বাইডেন রচিত আত্মজীবনীর নাম কী?
-Promises to Keep.
১৬.মার্কিন প্রেসিডেন্ট সহধর্মিনী কে কী বলা হয়?
-ফার্স্ট লেডি ।
১৭.নতুন ফার্স্ট লেডির নাম কী?
-জিল বাইডেন।
১৮.যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে?
-কমলা হ্যারিস।
১৯.দক্ষিণ এশীয় বংশোদ্ভতদের মধ্যে প্রথম নির্বাচিত নারী সিনেটর কে?
-কমলা হ্যারিস।
২০.ক্যালিফোর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল ছিলেন কে?
-কমলা হ্যারিস।
-নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার।
২.৫৯ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
-৩ নভেম্বর ২০২০।
৩.নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কে কে?
-রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
৪.নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র।
৫.জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
-৪৬ তম।
৬.নির্বাচনে জো বাইডেন কতটি ইলেকটোরাল ভোট পান?
-২৩২টি।
৭.মোট ইলেকটোরাল ভোট কতটি?
-৫৩৮টি।
৮.মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ কত বছর?
-৪ বছর।
৯.মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-জো বাইডেন।
১০.সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-জো বাইডেন।
১১.জো বাইডেন কত সালে জন্মগ্রহণ করেন?
-২০ নভেম্বর ১৯৪২ সালে।
১২.তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
-স্ক্রান্টন, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র।
১৩.তিনি কততম ভাইস প্রেসিডেন্ট ছিলেন?
-৪৭ তম।
১৪.তিনি কোন রাজ্যের সিনেটর ছিলেন?
-ডেলাওয়্যার।
১৫.জো বাইডেন রচিত আত্মজীবনীর নাম কী?
-Promises to Keep.
১৬.মার্কিন প্রেসিডেন্ট সহধর্মিনী কে কী বলা হয়?
-ফার্স্ট লেডি ।
১৭.নতুন ফার্স্ট লেডির নাম কী?
-জিল বাইডেন।
১৮.যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে?
-কমলা হ্যারিস।
১৯.দক্ষিণ এশীয় বংশোদ্ভতদের মধ্যে প্রথম নির্বাচিত নারী সিনেটর কে?
-কমলা হ্যারিস।
২০.ক্যালিফোর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল ছিলেন কে?
-কমলা হ্যারিস।