Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5196
১.কারাগারের রোজনামচা কী ধরনের রচনা?
-আত্মজীবনীমূলক গ্রন্থ।
২.কারাগারের রোজনামচা বইটির লেখক কে?
-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩.সরকার কর্তৃক কোন বছরকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে?
-মার্চ ২০২০-মার্চ ২০২১।
৪.মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে?
-সব্যসাচী হাজরা।
৫.ইউনেস্কো এর কততম নির্বাহী সভায় বাংলাদেশের সাথে একসাথে মুজিববর্ষ উদযাপনে সিদ্ধান্ত গৃহীত হয়?
-২০৬ তম।
৬.মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি?
-১০টি।
৭.মাদার অব হিউম্যানিটি উপাধি পেয়েছেন কে?
-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮.২০১৮ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
৯.পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
-২য়।
১০.২০২০ সালে স্বাধীনতা পদক পেয়েছেন কতজন?
-৮ জন ব্যক্তি ও ১ টি প্রতিষ্ঠান।
১১.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
-৬.১৫ কি.মি।
১২.বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
-রূপপুর, ঈশ্বরদী, পাবনা।
১৩.২০২০-২১ অর্থবছরে বাজেট বাংলাদেশের কততম বাজেট?
-৫০ তম।
১৪.বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত>
-২,০৬৪ মার্কিন ডলার।
১৫.বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয়?
-১২ মে ২০১৮।
১৬.বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কোন বছর উদযাপন করা হবে?
-২০২১।
১৭.মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত?
-৫৭ তম।
১৮.কত সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
-২০৪১ সালে।
১৯.বাংলাদেশের শিক্ষা-স্বাস্থ্য-বিনোদন সাধারণভাবে অর্থনীতির কোন খাতের আওতাধীন?
-সেবা খাত।
২০.বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় কোন খাত থেকে?
-তৈরি পোশাক রপ্তানি।
২১.বাংলাদেশে কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়?
-প্রাকৃতিক গ্যাস।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    110 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]