- Tue Dec 29, 2020 2:27 pm#5166
১.MAN এর পূর্ণরূপ কী?
-Metropoliton Area Network.
২.ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
-৬৫,৫৩৬টি।
৩.ই-কমার্স সাইট আমাজন.কম প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯৯৪ সালে।
৪.কম্পিউটারের মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তলনের পদ্ধতিকে কী বলে?
-রিড।
৫.কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
-অপটিক্যাল ফাইবার।
৬.কম্পিউটার শব্দের অর্থ কী?
-গণক বা হিসাবকারী।
৭.প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় কী?
-প্যারালাল প্রসেসিং।
৮.কম্পিউটার প্রজন্ম বলতে কী বোঝায়?
-প্রযুক্তিগত বিবর্তনকে।
৯.কম্পিউটার পদ্ধতির দুটি অঙ্গের নাম কী?
-হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০.এজিপি কী?
-এক্সিলারেটেড গ্রাফিক্স পোর্ট।
১১.ডিসপ্লে পর্দা বা স্ক্রিনে প্রদর্শিত ছবির সূক্ষ্ণতাকে কী বলে?
-রেজুলেশন ।
১২.মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কী বলে?
-এসেম্বলি।
১৩.আটটি বিট নিয়ে গঠিত –
-একটি বাইট।
১৪.কম্পিউটার ভাইরাস কী?
-একটি ক্ষতিকর প্রোগ্রাম।
১৫.ফ্লপি ডিস্ক কী?
-এক ধরনের সেকেন্ডারি মেমোরি।
১৬.অ্যান্টিভাইরাস কী?
-এক ধরনের প্রোগ্রাম যা ভাইরাস প্রোগ্রামকে চিহ্নিত করে।
১৭.কোনটি ইনপুট ডিভাইস?
-প্রিন্টার।
১৮.হার্ডডিস্ক মাপার একক কী?
-গিগাবাইট।
১৯.কম্পিউটারে ডেটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
-বাইনারি।
২০.কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয় কোনটি?
-মডেম।
-Metropoliton Area Network.
২.ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
-৬৫,৫৩৬টি।
৩.ই-কমার্স সাইট আমাজন.কম প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯৯৪ সালে।
৪.কম্পিউটারের মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তলনের পদ্ধতিকে কী বলে?
-রিড।
৫.কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
-অপটিক্যাল ফাইবার।
৬.কম্পিউটার শব্দের অর্থ কী?
-গণক বা হিসাবকারী।
৭.প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় কী?
-প্যারালাল প্রসেসিং।
৮.কম্পিউটার প্রজন্ম বলতে কী বোঝায়?
-প্রযুক্তিগত বিবর্তনকে।
৯.কম্পিউটার পদ্ধতির দুটি অঙ্গের নাম কী?
-হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০.এজিপি কী?
-এক্সিলারেটেড গ্রাফিক্স পোর্ট।
১১.ডিসপ্লে পর্দা বা স্ক্রিনে প্রদর্শিত ছবির সূক্ষ্ণতাকে কী বলে?
-রেজুলেশন ।
১২.মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কী বলে?
-এসেম্বলি।
১৩.আটটি বিট নিয়ে গঠিত –
-একটি বাইট।
১৪.কম্পিউটার ভাইরাস কী?
-একটি ক্ষতিকর প্রোগ্রাম।
১৫.ফ্লপি ডিস্ক কী?
-এক ধরনের সেকেন্ডারি মেমোরি।
১৬.অ্যান্টিভাইরাস কী?
-এক ধরনের প্রোগ্রাম যা ভাইরাস প্রোগ্রামকে চিহ্নিত করে।
১৭.কোনটি ইনপুট ডিভাইস?
-প্রিন্টার।
১৮.হার্ডডিস্ক মাপার একক কী?
-গিগাবাইট।
১৯.কম্পিউটারে ডেটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
-বাইনারি।
২০.কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয় কোনটি?
-মডেম।