Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5141
১.ব্লটুথ প্রযুক্তিতে ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয় কোনটি?
-রেডিও টেকনোলজি।
২.ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত অন্যতম একটি পদ্ধতি কী?
-ক্রায়োসার্জারী।
৩.ক্লাউড কম্পিউটার সেবা বাণিজ্যিকভাবে শুরু হয় কত সালে?
-২০০৬ সালে।
৪.প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ দিতে প্রয়োজন কী?
-মডেম।
৫.একাধিক ল্যান এর মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয় কী?
-ব্রিজ।
৬.অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জনের প্রক্রিয়াকে কি বলে?
-আউটসোর্সিং।
৭.টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?
-ড.স্যামুয়েল হার্স্ট।
৮.মাইক্রো ক্যামেরাযুক্ত নল যা দিয়ে ক্ষতস্থান শনাক্ত করা হয় –
-ক্রায়োপ্রোব।
৯.বিশ্বের শীর্ষ ব্যবহৃত স্মার্টফোন অপারেটিং সিস্টেম কী?
-অ্যান্ড্রয়েড।
১০.কোন ডিভাইস একটি নেটওয়ার্ককে অন্য একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে?
-গেটওয়ে।
১১.ডেটা কমিশনের মৌলিক উপাদান কতটি?
-পাচটি।
১২.অপটিক্যাল ফাইবারে কতটি অংশ থাকে?
-তিনটি।
১৩.সাধারণ ব্যবহারকারীগণ ইন্টারনেট সেবা নেয় কোথা থেকে?
-অফলাইন সংযোগ থেকে।
১৪.ডেটাবেসে সংরক্ষিত ডেটার লজিক্যাল অর্ডার বিন্যাস পদ্ধতিকে কী বলে?
-ইনডেক্সিং।
১৫.যেখানে তথ্য বা ডেটা জমা থাকে তাকে কী বলে?
-বেক ইন্ড।
১৬.কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্য হলো কী?
-গিবারিশ।
১৭.আদমশুমারী, ভোটার তালিকা, ভূমি জরিপ ইত্যাদি কাজে ব্যবহৃত হয় কোনটি?
-ডেটাবেজ প্রোগ্রাম।
১৮.সবচেয়ে দ্রতগতির কম্পিউটার বাস কোনটি?
-ফায়ারওয়্যার।
১৯.কী বোর্ডের সংখ্যা সূচক কতটি?
-১৭টি।
২০.আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
-অ্যাপেল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    384 Views
    by sajib
    0 Replies 
    820 Views
    by rajib
    0 Replies 
    221 Views
    by kajol
    0 Replies 
    246 Views
    by shihab
    0 Replies 
    43 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]