Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5122
খিলাফত আন্দোলন
১.খিলাফত আন্দোলন কী?
-ব্রিটিশবিরোধী ভারত উপমহাদেশের মুসলমানরা ব্রিটিশদের বিরূদ্ধে তুর্কি সাম্রাজ্য রক্ষার জন্য যে আন্দোলন করে তাই খিলাফত আন্দোলন।
২.খিলাফত আন্দোলনের প্রধান নেতা কে কে ছিলেন?
-মওলানা মুহাম্মদ আলী ও মওলানা শওকত আলী।
৩.পবিত্র মক্কা ও মদিনা খ্রিস্টানদের করতলগত হওয়ার আশঙ্কায় ভারতের মুসলমানরা খিলাফত দিবস পালন করে কবে?
-৭ অক্টোবর ১৯১৯।
৪.কোন আন্দোলন ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে একতা দৃঢ় করে রাজনৈতিক সচেতনতার জন্ম দেয়?
-খিলাফত আন্দোলন।

মুসলিম লীগ
১.মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
-৩০ ডিসেম্বর ১৯০৬ সালে।
২.মুসলিম লীগের প্রকৃত নাম কী ছিল?
-নিখিল ভারত মুসলিম লীগ।
৩.কার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
-নওয়াব সলিমুল্লাহ।
৪.মুসলিম লীগের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
-ঢাকায়।
৫.মুসলিম লীগের প্রথম অধিবেশন কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়?
-নওয়াব ভিকারুলমূলক এর সভাপতিত্বে।

জালিয়ান ওয়ালাবাগ হত্যাকান্ড
১.জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড সংগঠিত হয় কবে?
-১৩ এপ্রিল ১৯১৯ সালে।
২.কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড সংঘটিত হয়?
-জেনারেল ডায়ারের নির্দেশে।
৩.কোন হত্যাকান্ডের প্রতিবাদস্বরূপ রবীন্দ্রনাথ নাইট উপাধি প্রত্যাখ্যান করেন?
-জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড।
৪.জালিয়ানওয়ালাবাগ জায়গাটি কোথায় অবস্থিত?
-অমৃতসর, পাঞ্জাব।

বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন
১.মাস্টারদা সূর্যসেন চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেন কবে?
-১৮ এপ্রিল ১৯৩০ সালে।
২.মাস্টার দা সূর্যসেনকে ফাঁসি দেয়া হয় কবে?
-১২ জানুয়ারি ১৯৩৪ সালে।
৩.বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার কিসের সাথে জড়িত ছিলেন?
-ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে।
৪.ঢাকার খিলাফত কমিটির সম্পাদক ছিলেন কে?
-চৌধুরী গোলাম কুদ্দুস।
৫.প্রকৃতপক্ষে বিপ্লবীদের উদ্দেশ্য কী ছিল?
-ব্রিটিশ শক্তিকে উৎখাত করা।
৬.বিপ্লবী কর্মীরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয় কার আদর্শ ও বক্তব্যে?
-স্বামী বিবেকানন্দের।
৭.গুপ্ত হত্যার সন্ত্রাস ও বীরত্বপূর্ণ আত্মদান কোন পর্যায়ের সশস্ত্র বিপ্লবের বৈশিষ্ট্য ছিল?
-প্রথম পর্যায়ের।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2124 Views
    by kajol
    0 Replies 
    1803 Views
    by raihan

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]