Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5117
১.শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?
-ভারতীয়দের।
২.বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে?
-জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে।
৩.পৃথিবীতে প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় কত সালে?
-১৯৮১ সাল।
৪.প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়েছিল কী?
-বায়ুশূণ্য ভাল্ব।
৫.কম্পিউটার সিপিইউ এর যে অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে তার নাম কী?
-ALU
৬.আধুনিক সকল এয়ার কন্ডিশনারে ব্যবহৃত হয়?
-মাইক্রোকন্ট্রোলার।
৭.মেমোরি থেকে সংরক্ষিত ডেটা উত্তলনের পদ্ধতিকে কী বলে?
-রিড।
৮.কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কী বলে?
-স্টার্ট আপ ডিস্ক।
৯.কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে কী বলে?
-বাস।
১০.কম্পিউটারের কোন মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?
-রম।
১১.কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে কী বলা হয়?
-ইন্টারনেট।
১২.আইএম কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
-টমাস জন ওয়াটসন।
১৩.গুগল সার্চে সম্প্রতি কী যোগ হয়েছে?
-প্যাটেন্ট এবং ট্রেডমার্ক সার্চ।
১৪.বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় ই-মেইল সার্ভিস কোনটি?
-জিমেইল।
১৫.বেক আপ প্রোগ্রাম বলতে কী বোঝায়?
-নির্ধারিত ফাইল কপি করা।
১৬.মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়?
-প্রেরক-গ্রাহক টাওয়ারে।
১৭.মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম কী?
-বিং।
১৮.ইন্টারনেট চালু হয় কত সালে?
-১৯৬৯ সালে।
১৯.কম্পিউটারের প্রাইমারী মেমোরি কোনটি?
-র‌্যাম।
২০.স্মার্ট ফোন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    82 Views
    by rana
    0 Replies 
    56 Views
    by shihab
    0 Replies 
    75 Views
    by rana
    0 Replies 
    106 Views
    by rana
    0 Replies 
    160 Views
    by rana

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]