Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5107
১.সমবায় সমিতির মূলনীতি কী?
-সমবায় সমিতি কতগুলো মূলনীতির ওপর নির্ভরশীল। এগুলো হলো- একতা, সততা, সেবা, সম, ভোটাধিকার, মুনাফা বণ্ঠনম সখ্য, মিতব্যয়িতা, সহযোগিতা, সদস্য হওয়ার ঐচ্ছিক সুবিধা, সাম্য, নৈকট্য, গণতান্ত্রিকতা, শান্তি, সংহতি, ইত্যাদি।
২.জেলা সমবায় অফিসারের কার্যাবলী কি?
-জেলা সমবায় অফিসারের কাজ হলো –
-১. তার অধীনে জেলা ও উপজেলার সমবায় অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসনিক দায়িত্ব পালন ।
২.প্রশাসনিক সমিতির রেজিস্ট্রেশন দেয়া
৩.তার অধীনে সমিতিগুলো পরিদর্শন এবং অডিট সম্পাদন
৪.সমিতিগুলোর নির্বাচন পরিচালনা
৫.প্রয়োজনে এডহক কমিটি গঠন
৬.সমিতি কর্তৃপক্ষ বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা করছে কিনা তা দেখা
৭.সমবায় সমিতি আইন ও বিধি অনুযায়ী নিবন্ধক কর্তৃক অন্যান্য ক্ষমতা ও দায়িত্ব অনুযায়ী কাজ করা এবং
৮.প্রধান কার্যালয় কর্তৃক বাহিত বিভিন্ন বিষয়ে সময় সময় রিপোর্ট করা।
৩.বাংলাদেশের সমবায় আন্দোলন আন্তর্জাতিকভাবে কতটি আদর্শ দ্বারা চালিত হয়?
-৭টি।
৪.পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত?
-বগুড়ায়।
৫.বাংলাদেশের পল্লী উন্নয়নের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর নাম কী?
-প্রতিষ্ঠানগুলো হলো –
-১. সমবায় অধিদপ্তর, ঢাকা
২.বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কুমিল্লা
৩.পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া
৪.বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কারওয়ান বাজার, ঢাকা
৬.কয়েকটি জাতীয় পর্যায়ের সমবায় সমিতির নাম কী?
-জাতীয় পর্যায়ের সমবায় সমিতিগুলো হলো:
১.বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লি. ।
২.বাংলাদেশ জাতীয় মৎস জীবী সমবায় সমিতি লি.।
৩.বাংলাদেশ জাতীয় মহিলা সমবায় সমিতি লি.।
৪.বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.।
৫.বাংলাদেশ সমবায় ব্যাংক লি.।
৬.বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স লি.।
৭.সমবায় সমিতির পতাকার রং কতটি?
-৭টি।
৮.সমবায় পতাকার প্রবর্তক কে?
-প্রফেসর চার্লস ফুরিয়ার গাইড।
৯.আন্তর্জাতিক সমবায় দিবস কত সাল থেকে পালন করা হচ্ছে?
-১৯২৪ সাল থেকে।
১০.সমবায় আন্দোলনের জনক কে?
-মি. রচ ডিল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1139 Views
    by shihab
    0 Replies 
    678 Views
    by rana
    0 Replies 
    831 Views
    by rafique
    0 Replies 
    597 Views
    by romen
    0 Replies 
    593 Views
    by rana

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]