Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5106
আরব উপদ্বীপের রাষ্ট্রসমূহ
১.সৌদি আরব,
২.কুয়েত
৩.কাতার
৪.সংযুক্ত আরব আমিরাত
৫.ওমান
৬.বাহরাইন ও
৭.ইয়েমেন।
বাল্টিক রাষ্ট্রসমূহ
বাল্টিক সাগরের তীরবর্তী ৩টি দেশকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। এগুলো হলো:
১.লিথুয়ানিয়া
২.লাটভিয়া ও
৩.এস্তোনিয়া
বলকান রাষ্ট্রসমূহ
তুর্কি শব্দ বলকান এর অর্থ পার্বত্যাঞ্চল। ভৌগোলিক পরিভাষার বলকান হলো উপদ্বীপ। এ অঞ্চলের দেশগুলো হলো:
১.বুলগেরিয়া
২.কসোভো
৩.আলবেনিয়া
৪.গ্রিস
৫.সার্বিয়া
৬.উত্তর মেসিডোনিয়া
৭.স্লোভেনিয়া
৮.ক্রোয়েশিয়া
৯.বসনিয়া ও হার্জেগোভিনা
১০.মন্টেনিগ্রো
১১.রুমানিয়া এবং
১২.তুরস্ক (একাংশ)
স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ
১.আইসল্যান্ড
২.সুইডেন
৩.নরওয়ে
৪.ডেনমার্ক
৫.ফিনল্যান্ড
সাবেক যুগোস্লাভিয়া
১৯৯২ সালে যুগোস্লাভিয়া ভেঙে ৭টি প্রজাতন্ত্র গঠিত হয়। এগুলো হলো:
১.ক্রোয়েশিয়া
২.স্লোভেনিয়া
৩.মন্টিনিগ্রো
৪.বসনিয়া ও হার্জেগোভিনা
৫.উত্তর মেসিডোনিয়া
৬.সার্বিয়া ও
৭.কসোভো
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    860 Views
    by bdchakriDesk
    0 Replies 
    592 Views
    by shahan
    0 Replies 
    597 Views
    by kajol
    0 Replies 
    495 Views
    by romen
    0 Replies 
    405 Views
    by tumpa

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]