Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5098
স্বদেশী আন্দোলন
১.ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি যে গাড়িতে বোমা মেরেছিলেন তাতে নিহত হয় কারা?
-এক ইংরেজের স্ত্রী ও কন্যা।
২.বৈপ্লবিক আন্দোলন কত সাল হতে পরিচালিত হয়?
-১৯০৬ সাল।
৩.ব্রিটিশদের দৃষ্টিতে সশস্ত্র বিপ্লবী আন্দোলন কী?
-সন্ত্রাসী আন্দোলন।
৪.বঙ্গভঙ্গের বিরূদ্ধে বৈপ্লবিক আন্দোলন কে শুরু করে?
-কংগ্রেস।
৫.এন্ড্র ফেজার কত সালে বাংলার গভর্নর ছিলেন?
-১৯০৮ সালে।
৬.কিংসফোর্ড কে ছিলেন?
-ম্যাজিস্ট্রেট।
৭.বিহারে মোজাফফরপুরে কার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়?
-কিংসফোর্ড।
৮.ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য বোমা নিক্ষেপ করে কে?
-ক্ষুদিরাম
৯.কাকে হত্যা প্রচেষ্টার জন্য ক্ষুদিরামের ফাসি হয়?
-কিংসফোর্ডকে।
১০.ফাঁসির ভয়ে কে আত্মহত্যা করেন?
-প্রফুল্ল চাকী।
১১.লর্ড হার্ডিঞ্জ কোন নীতি গ্রহণ করেছিলেন?
-আপোষ নীতি।
১২.১৯১০ সালের শেষের দিকে ভারতের নতুন ভাইসরয় হিসেবে ক্ষমতা গ্রহণ করেন কে?
-লর্ড হার্ডিঞ্জ।
১৩.১৯১১ সালে দরবার কোথায় অনুষ্ঠিত হয়?
-দিল্লিতে।
১৪.ব্রিটিশ ভারতের রাজধানী কোথায় ছিল?
-দিল্লি।
১৫.১৯১১ সালে সম্রাট পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে কি ঘোষণা দেয়া হয়?
-বঙ্গভঙ্গ রদ আইন
১৬.বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে?
-রাজা পঞ্চম জর্জ।
১৭.বঙ্গভঙ্গ রদ ঘোষিত হয় কোথায়?
-দিল্লিতে।

অহিংস ও অসযোগ আন্দোলন
১.অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক কে?
-মহাত্মা গান্ধী।
২.মোহনচাঁদ করমচাঁদ গান্ধী কবে ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন?
-১৯১৭ সালে।
৩.অসহযোগ আন্দোলনের সময়কাল কত?
-১৯২০-১৯২২ সাল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]