Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5084
১.বর্তমানে কতটি জেলায় জাতীয় মহাসড়ক নেই?
-১০টি।
২.দেশের প্রথম পাতাল রেল হবে কোন রুটে?
-বিমানবন্দর-কমলাপুর রুটে।
৩.বাংলাদেশ রেলওয়ে দীর্ঘতম রেলরুট কোনটি?
-ঢাকা-পঞ্চগড়।
৪.বাংলাদেশে মোট জাতীয় মহাসড়ক কতটি?
-৮টি।
৫.৭ এপ্রিল ২০১৮ কোন কোন পিয়ারকে যুক্ত করে মেট্রোরেলের প্রথম স্প্যান বসানো হয়?
-২২ এবং ২৩ নম্বর।
৬.বাংলাদেশ-ভারত-নেপাল বাস সার্ভিস চালু হয় কবে?
-২৩ এপ্রিল ২০১৮ সালে।
৭.দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত?
-মহিপাল, ফেনী।
৮.বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ কোনটি?
-কক্সবাজার-টেকনাফ।
৯.কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ উদ্বোধন করা হয় কবে?
-৬ মে ২০১৭ সালে।
১০.দেশের প্রথম এলিভেটেড ওয়াকওয়ে বা উড়াল ফুটপাত হচ্ছে কোথায়?
-গুলিস্তান, ঢাকা।
১১.প্রস্তাবিত মেট্রোরেলের দৈর্ঘ্য কত?
-২০.১০ কিমি।

বিশ্ব ঐতিহ্য
১.৫ সেপ্টেম্বর ২০১৯ World Craft Council বাংলাদেশের কোন শহরকে World Craft City For Jamdani হিসেবে স্বীকৃতি প্রদান করে?
-সোনারগাঁও (নারায়ণগঞ্জ)।
২.৩০ নভেম্বর ২০১৬ ইউনেস্কো বাংলাদেশের কোন বিষয়টিকে নির্বস্তুক বা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে?
-পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা।
৩.বর্তমানে বাংলাদেশে কতটি নির্বস্তুক বা অথবা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে?
-৪টি।

রিপোর্ট-সমীক্ষা
১.২০২০ সালের ডুয়িং বিজনেস রিপোর্টে বাংলাদেশের অবস্থান কততম?
-১৬৮ তম।
২.বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের ঢাকার অবস্থান কততম?
-১৩৮ তম।
৩.বৈশ্বিক অভিবাসনে বাংলাদেশের অবস্থান কততম?
-ষষ্ঠ।
৪.বৈশ্বিক তুলা আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
-দ্বিতীয়।
৫.বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে?
-সৌদি আরব।
৬.২০২০ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?
-১০৭ তম ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    358 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]