Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5065
অর্থ-বাণিজ্য
১.বর্তমানে বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
২.বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
-ভেনিজুয়েলা।
৩.ব্ল ইকোনোমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
-সমুদ্র অর্থনীতির সাথে।
৪.১ অক্টোবর ২০১৬ আইএমএফ পঞ্চম রিজার্ভ মুদ্রার মর্যাদা পায় কোনটি?
-ইউয়ান (চীন)।
৫.নেক্সট ইলেভেন এর ধারণা কার?
-জিম ওনিলের।

নারীবিশ্ব
১.আফ্রিকার প্রথম নারী চ্যান্সেলর কে?
-ব্রিজিত বিয়েরলিন।
২.স্লোভাকিয়ার প্রথম নারী প্রেসিডেন্টের নাম কী?
-জুজানা কাপুতোভা।
৩.বার্বাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
-মিয়া আমর মোটলি।
৪.রোমানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
-ভিওরিকা ড্যানসিলা।
৫.ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রথম নারী প্রেসিডেন্টের কে?
-পলা মে উইক।
৬.সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
-হালিমা ইয়াকুব ।
৭.নেপালের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কী?
-বিদ্যাদেবী ভান্ডারী।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
১.কিলোগ্রামের নতুন সংজ্ঞা কার্যকর হয় কবে থেকে?
-২০ মে ২০১৯।
২.বিশ্বে বাণিজ্যিকভাবে প্রথম ফাইভ জি চালু করে কোন দেশ?
-দক্ষিণ কোরিয়া।
৩.কত সালে ফাইভ জি চালু হয়?
-৩ এপ্রিল ২০১৯ সালে।
৪.ব্রড ব্যান্ড ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
৫.স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
৬.বিশ্বের বৃহত্তম ই-কমার্স বা অনলাইনভিত্তিক বেচাকেনার প্রতিষ্ঠানের নাম কী?
-আলিবাবা (চীন)।
৭.ফেসবুক ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র ।

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]