Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5053
ইন্ডিয়া লীগ
১.ভারতীয় জনগণের রাজনৈতিক জাগরণের প্রথম ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
-ইন্ডিয়া লীগ গঠন।
২.ইন্ডিয়া লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
-শিশিরকুমার ঘোষ, কৃষ্ণকমোহন বন্দোপাধ্যায়সহ কয়েকজন বিশিষ্ট নেতা।

ইন্ডিয়ান এসোসিয়েশন
১.ইন্ডিয়ান এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কবে?
-১৮৭৬ সালে।
২.কোন আইনের মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা প্রদান করা হয়েছিল?
-ইলবার্ট বিল-এর মাধ্যমে।
৩.ইন্ডিয়ান এসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
-সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
৪.ইন্ডিয়ান এসোসিয়েশন কবে প্রতিষ্ঠা করা হয়?
-১৮৭৬ সালে।

কংগ্রেস
১.ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
-২৮ ডিসেম্বর ১৮৮৫।
২.কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
-অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ন অ্যালার অক্টোভিয়ান হিউম।
৩.কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়?
-২৮-৩১ ডিসেম্বর ১৮৮৫ সালে।
৪.কোন কোন অঞ্চল নিয়ে বাংলা প্রেসিডেন্সি গঠিত হয়?
-বাংলা, বিহার ও উড়িষ্যার সমগ্র এলাকা এবং ছোট নাগপুর।
৫.কংগ্রেস কোন নীতিতে ব্রিটিশবিরোধী আন্দোলন করতে থাকে?
-অখন্ড ভারত নীতিতে।
৬.ভারতে সাধারণ নির্বাচনের নির্দেশ কে দেন?
-ব্রিটিশ প্রধানমন্ত্রী মি. ক্লিমেন্ট এটলি।
৭.ভারতের সাধারণ নির্বাচনের নির্দেশ কবে দেয়া হয়?
-১৯৪৬ সালে।

বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ
১.বিহার ও উড়িষ্যা সমন্বয়ে বঙ্গপ্রদেশ গঠিত হয় কবে?
-১৭৬৫ সালে।
২.বঙ্গপ্রদেশের আয়তন কত ছিল?
-১,৮৯,০০০ বর্গমাইল।
৩.বঙ্গপ্রদেশের আয়তন হ্রাসের সুপারিশ করেন কে?
-চার্লস গ্র্যান্ট।
৪.বঙ্গভঙ্গ এর সুনির্দিষ্ট প্রস্তাব সরকারিভাবে উত্থাপিত হয় কত সালে?
-১৯০৩ সালে।
৫.কে বঙ্গভঙ্গকে সমর্থন জানায়?
-নওয়াব সলিমুল্লাহ।
৬.বঙ্গভঙ্গ কার্যকর হয় কবে?
-১৬ অক্টোবর ১৯০৫ সালে।
৭.বঙ্গভঙ্গ করেন কে?
-লর্ড কার্জন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2124 Views
    by tamim
    0 Replies 
    1736 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2126 Views
    by kajol
    0 Replies 
    1803 Views
    by raihan

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]