Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5049
১.প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটার এর নাম কী?
-অ্যালটেয়ার ৮৮০০।
২.মিনি কম্পিউটার এর নির্মাতা কে?
-কেনেথ এইচ ওলসেন।
৩.১ ন্যানো সেকেন্ড হচ্ছে –
-১ সেকেন্ডের ১ শত কোনটি ভাগের এক ভাগ।
৪.গ্রাফিক্স ট্যাবলেট কী?
-কার্যত মাউসের বিকল্প যন্ত্র।
৫.প্লটার কত প্রকার?
-দুই।
৬.ডেস্কটপের নিচের দিকে স্টার্ট লেখা সম্বলিক বারকে কী বলে?
-টাস্কবার।
৭.ডিস্ক ফরমেট করলে আগের সব তথ্য কী হবে?
-মুছে যাবে।
৮.কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কতটি অংশ থাকে?
-তিনটি।
৯.বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কী?
-বিট।
১০.উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে কী ব্যবহৃত হয়?
-অনুবাদক প্রোগ্রাম।
১১.বর্তমানে স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
১২.অ্যান্ড্রয়েট অপারেটিং সিস্টেম প্রথম কত সালে ব্যবহৃত হয়?
-২০০৮ সালের অক্টোবরে।
১৩.ডেটাবেজের কোনো পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে না কোনটি?
-ক্লায়েন্ট।
১৪.বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম কী?
-অরপানেট।
১৫.কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
-অপটিক্যাল ফাইবার।
১৬.কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
-@
১৭.নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
-উইকিপিডিয়া।
১৮.কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কতটি অংশ থাকে?
-৩টি।
১৯.কম্পিউটারের বাইনারি পদ্ধতি কোন দুটি সংখ্যার উপর নির্ভরশীল?
-০, ১।
২০.কম্পিউটার কে আবিষ্কার করেন?
-হাওয়ার্ড আইকেন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    22 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]