Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5047
আমেরিকা
১.২১ ডিসেম্বর ২০১৯ কোন দেশে প্রধানমন্ত্রীর পদ পুনর্বহাল করা হয়?
-কিউবা।
২.যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটে অভিশংসিত হন কবে?
-১৮ ডিসেম্বর ২০১৯।
৩.যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আইএনএফ চুক্তি বাতিল করে কবে?
-২ আগস্ট ২০১৯।
৪.মার্কিন সশস্ত্র বাহিনীর ষষ্ঠ শাখা কোনটি?
-ইউনাইটেড স্টেটস স্পেস কমান্ড।
৫.ইউনাইটেড স্টেটস স্পেস কমান্ড উদ্বোধন করা হয় কবে?
-২৯ আগস্ট ২০১৯।
৬.বিশ্বে শীর্ষ সাহায্যদাতা দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
৭.মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী কংগ্রেসম্যান কে?
-সোমালি অভিবাসী ইলহান ওমর এবং ফিলিস্তিনি বংশোদ্ভত রশিতা তালিব ।
৮.যুক্তরাষ্ট্র বন্ধ থাকা দ্বিতীয় নৌবহর পুনরায় কবে চালু করে?
-১ জুলাই ২০১৮ সালে।

ইউরোপ
১.যুক্তরাজ্যের প্রথম মুসলিম অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী কে?
-পাকিস্তানি বংশোদ্ভত সাজিদ জাভিদ।
২.লন্ডনের প্রথম মুসলিম মেয়র কে?
-সাদিক খান।
৩.চেক প্রজাতন্ত্র এর নতুন ডাক নাম কী?
-চেকিয়া।

আফ্রিকা
১.রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরূদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে কোন দেশ?
-গাম্বিয়া।
২.মিশরে হোসনি মোবাররক বিরোধী আন্দোলনের সূতিকাগার কোন স্থান?
-তাহরির স্কয়ার।
৩.আরব বসন্ত কী?
-আরবের বিভিন্ন দেশের গণহাগরণ।
৪.আরব বসন্ত এর সূতিকাগার কোন দেশ?
-তিউনিসিয়া।
৫.ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে সীমান্ত যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেয় কবে?
-৯ জুলাই ২০১৮ সালে।

ওশেনিয়া
১.বুগেনভিল বর্তমানে কোন দেশের একটি প্রদেশ?
-পাপুয়া নিউগিনি।
২.বুগেনভিলের রাজধানীর নাম কী?
-বুকা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]