Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5045
১.চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
-লর্ড কর্নওয়ালিস।
২.ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উৎপত্তি হয় কিভাবে?
-লর্ড কর্নওয়ালিস সরকারি কর্মচারীদের জন্য যে বিধি বিধান চালু করেন পরবর্তীকালে তা ইন্ডয়ান সিভাল সার্ভিস নামে প্রচলিত হয়।
৩.কোন ইংরেজ লেখকের লেখায় মুসলমান জমিদারদের করুণ চিত্র তুলে ধরা হয়?
-উইলিয়াম হান্টার।
৪.ছিয়াত্তরের দুর্ভিক্ষ সময় বাংলার গভর্নর কে ছিলেন?
-কার্টিয়ার।
৫.দ্বৈত শাসনব্যবস্থা কে চালু করেন?
-লর্ড ক্লাইভ।
৬.কাদের দৌরাত্ম ও শোষণ বাংলায় ইংরেজ শাসনের এক কলঙ্কময় অধ্যায়?
-নীলকরদের।
৭.সাম্রাজ্যবাদী স্বত্ববিলোপ নীতির প্রবক্তা কে ছিলেন?
-লর্ড ডালহৌসি।
৮.বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
-১৯১১ সালে।
৯.মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
-১৯০৬ সালের ৩০ ডিসেম্বর।
১০.মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
-নওয়াব আবদুল লতিফ।
১১.বাংলার কোন মনীষী লন্ডনের প্রিভি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন?
-সৈয়দ আমীর আলী।
১২.ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কবে?
-১৮৫৮ সালে।
১৩.প্রথম শহীদ মিনার কে উন্মোচন করেন?
-শহীদ শফিউরের পিতা।
১৪.কোম্পানির শাসনামলে সর্বপ্রথম উপমহাদেশীয়দের বিচার ও শাসন বিভাগের উচ্চপদে নিয়োগের ব্যবস্থা কে করেন?
-লর্ড উইলিয়াম বেন্টিক।
১৫.ভাষা আন্দোলনের প্রশ্নে কয়টি সংগ্রাম পরিষদ গঠিত হয়?
-চারটি।
১৬.বেকার সমস্যা দূর করার জন্য কোন সুলতান কর্মসংস্থান কেন্দ্র তৈরি করেন?
-ফিরোজ শাহ তুঘলক।
১৭.মারাঠা রাজ্যেল প্রতিষ্ঠাতা কে ছিলেন?
-বালাজী বিশ্বনাথ।
১৮.উপমহাদেশের সর্বপ্রথম রাজস্ব বোর্ড কে স্থাপন করেন?
-ওয়ারেন হেস্ট্রিংম।
১৯.বিপ্লবী প্রিতিলতা ওয়াদ্দেদার কিসের জন্য স্মরণীয় হয়ে আছেন?
-চট্টগ্রামের নাইট ক্লাব আক্রমণের জন্য।
২০.বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাসি হয় কিসের জন্য?
-১৯০৮ সালে মি.কিংসফোর্ডকে হত্যা চেষ্টার অপরাধে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]