Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5033
স্যার সৈয়দ আহমদ খান ও আলীগড় আন্দোলন
১.গাজীপুর বিজ্ঞান সমিতির প্রতিষ্ঠাতা কে?
-স্যার সৈয়দ আহমদ খান।
২.কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ মাহমুদ কে ছিলেন?
-স্যার সৈয়দ আহমদ খানের পুত্র।
৩.আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
-স্যার সৈয়দ আহমদ খান।
৪.আলীগড় ইনস্টিটিউট গেজেট কত বছর চালু ছিল?
-১৮৬৬-১৮৯৮ সাল পর্যন্ত।
৫.সৈয়দ আহমদ খানের পিতা কোন মুঘল সম্রাটের বন্ধু ও উজীর ছিলেন?
-সম্রাট দ্বিতীয় আকবর।

হাজী মুহম্মদ মুহসীন
১.হাজী মুহসীন কত সালে জন্মগ্রহণ করেন?
-১৭৩০ সালে।
২.হাজী মুহম্মদ মুহসীন কত সালে মৃত্যুবরণ করেন?
-১৮১২ সালে।
৩.হুগলী ইমামবাড়া কে নির্মাণ করেন?
-হাজী মুহম্মদ মুহসীন।
৪.দানবীর হাজী মুহম্মদ মুহসীন তার সমস্ত সম্পত্তি দান করেছিলেন কোথায়?
-শিক্ষা বিস্তারে।
৫.মন্নুজান খানমের হাজী মুহম্মদ মুহসীনের সম্পর্ক কী?
-বৈপিত্রেয় ভগ্নী।
৬.হাজী মুহসিন কার কাছ থেকে অঢেল সম্পত্তি লাভ করেন?
-নিঃসন্তান ভগ্নী মন্নুজান খানমের।

ইয়ং বেঙ্গল আন্দোলন ও ডিরোজারিও
১.ইয়ং বেঙ্গল আন্দোলন কোন কলেজকে কেন্দ্র করে গড়ে ওঠে?
-হিন্দু কলেজ।
২.ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে?
-হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজারিও।
৩.ডিরোজারিও কবে হিন্দু কলেজের শিক্ষক হিসেবে নিযুক্ত হন?
-১৮২৬ সালের মে মাসে।
৪.ডিরোজারিও কোন জাতির লোক ছিলেন?
-পর্তুগিজ বংশোদ্ভত ইউরেশিয়ান।
৫.ডিরোজিও কোথায় শিক্ষালাভ করেন?
-ধর্মতলার ড্রামন্ড সাহেবের স্কুলে।
৬.ইয়ং বেঙ্গল আন্দোলনের সবচেয়ে বড় দুর্বলতা ছিল কোনটি?
-পাশ্চাত্যের প্রতি অন্ধ আনুগত্য।
৭.ইয়ং বেঙ্গল আন্দোলনকে বিশেষত কোন ধর্মের অনুসারীরা সুনজরে দেখতো না?

তত্ত্বাবোধিনী সভা
১.তত্ত্বাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন কে?
-দেবেন্দ্রনাথ ঠাকুর।
২.বিবিধার্থ সংগ্রহ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
-রাজা রাজেন্দ্রলাল মিত্র।
৩.কত সালে বঙ্গভাষানুবাদ সমাজ প্রতিষ্ঠিত হয়?
-১৮৫০ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]