Let's Discuss!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5029
১.জয়স্টিক কিসের জন্য ব্যবহৃত হয়?
-কম্পিউটার গেম খেলতে, ভার্চুয়াল রিয়েলিটিতে।
২.সবচেয়ে দ্রুতগতির ও প্রিন্টার কোনটি?
-লেজার প্রিন্টার।
৩.পৃথিবীর প্রথম স্প্রেডসিট প্রোগ্রাম কোনটি?
-ভিসিক্যাল্ক।
৪.বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় স্পেডশিট প্রোগ্রাম হলো কী?
-মাইক্রোসফট এক্সেল।
৫.কম্পিউটারের ডেটা সংরক্ষণের জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
-বাইনারি।
৬.কম্পিউটার সিস্টেম হলো –
-কতগুলো ইন্টিগ্রেটেড উপাদানের সম্মিলিত প্রয়াস।
৭.গ্রাফিক্সের কাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কী?
-ভেসা বাস।
৮.সরাসরি কম্পিউটারকে ইন্টারনেটের অন্য যে কোনো সার্ভিস প্রোভাইডারের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
-অনলাইন সংযোগ।
৯.গুগলের প্রতিষ্ঠাতা কে?
-ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।
১০.আইবিএম এর সদর দপ্তর কোথায়?
-আর্মংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
১১.মডেমের মধ্যে কী থাকে?
-একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।
১২.অপটিক্যাল ফাইবার কী?
-খুব সরু ও নমনীয় কাচতন্তু আলোকনল।
১৩.বাংলাদেশে অনলাইনে জন্মমৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু হয় কত সালে?
-২০১০ সালে।
১৪.গ্রাফিক্স ব্যবহার করে শুভেচ্ছা কার্ড ও ছবি পাঠানো হয় কিসের মাধ্যমে?
-ই-মেইল ।
১৫.তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপকরণ কী কী?
-হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা, দক্ষ জনশক্তি, প্রক্রিয়া ও নেটওয়ার্ক।
১৬.ন্যানো টেকনোলজি কী?
-পদার্থকে আনবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা।
১৭.ইন্টারনেট ও ইলেকট্রনিক মিডিয়া প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাসমৃদ্ধ স্থানকে কী বলে?
-বিশ্ব গ্রাম।
১৮.বাংলাদেশের প্রথম অনলাইন ই-মেইল চালু হয় কত সালে?
-১৯৯৪ সালে।
১৯.বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম কী?
-অরপানেট।
২০.ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কী বলা হয়?
-নেটিজেন।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  277 Views
  by kamal
  0 Replies 
  219 Views
  by kamal
  0 Replies 
  203 Views
  by kamal
  0 Replies 
  219 Views
  by kamal
  0 Replies 
  204 Views
  by kamal

  ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]

  ১. রেডক্রস -পৃথিবীর সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন[…]

  বিশ্বে প্রথম দু’হাত-কাঁধ প্রতিস্থাপন প্রায়[…]

  বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি তৈরি করছে অস্ট্রেলিয়[…]