Let's Discuss!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5026
১.সাংগঠনিক স্তর বিবেচনায় সমবায় সমিতি কত প্রকার?
-তিন প্রকার।
২.বাংলাদেশে সমবায় সমিতির প্রবর্তক কে?
-ড. আখতার হামিদ খান।
৩.সমবায় সমিতির ব্যবস্থাপনা বোর্ডের মেয়াদ কত?
-২ বছর।
৪.সমবায় সমিতির সর্বনিম্ন শেয়ারের মূল্য কত?
-১০ টাকা।
৫.সমবায় সমিতির সর্বোচ্চ শেয়ারের মূল্য কত?
-৫০০ টাকা।
৬.সমবায় সমিতিকে নিবন্ধন পেতে কত সময় পরীক্ষাধীন থাকতে হয়?
-নূন্যতম ৬ মাস।
৭.কখন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা আহ্বান করতে হয়?
-নিবন্ধনের ১৫ মাসের মধ্যে।
৮.সমিতির শেয়ার হস্তান্তর করতে হলে শেয়ার মালিককে কমপক্ষে কতদিন মালিকানা রাখতে হয়?
-কমপক্ষে ১ বছর।
৯.সমবায় সমিতির পরিচালকদের নূন্যতম বয়স কত?
-২১ বছর।
১০.সমিতিকে নূন্যতম কত টাকা নিবন্ধনের জন্য জমা রাখতে হবে?
-নূন্যতম ৫০০ টাকা।
১১.সমিতির ব্যবস্থাপনা কমিটির কোনো পদ শূন্য হলে কত দিনের মধ্যে তা পূরণ করতে হবে?
-২ মাস।
১২.নিবন্ধনের জন্য আবেদন পত্রের সাথে কয় প্রস্থ উপবিধি সংযোজন করতে হয়?
-তিন প্রস্থ।
১৩.সমবাং ব্যাংক কিভাবে গঠিত হয়?
-অনেকগুলো ক্ষুদ্র সমবায় ঋণদান সমিতি মিলে সমবায় ব্যাংক গঠিত হয়।
১৪.সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয় কবে?
-১৯৬০ সালে।
১৫.পল্লী উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য কী?
-সমআং আন্দোলনকে জোরদার করা।
১৬.বার্ড কোথায় অবস্থিত?
-কুমিল্লায়।
১৭.সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি ১৯৮২ সালে কোনটিতে রূপান্তরিত হয়?
-বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড।
১৮.ঋণদান সমবায় সমিতির উদ্ভব হয় কোথায়?
-ইতালিতে।
১৯.উৎপাদক সমবায় সমিতির উদ্ভব হয় কোথায়?
-ফ্রান্সে।
২০.বাংলাদেশের সমবায় আন্দোলনের পুরোধা কে?
-ড. আখতার হামিদ খান।
২১.সমবায় অধিদপ্তরের নিবন্ধকের পদমর্যাদা কি?
-তিনি সরকারের একজন যুগ্ম-সচিব।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  133 Views
  by Mahmud8135
  0 Replies 
  128 Views
  by Mahmud8135
  0 Replies 
  124 Views
  by Mahmud8135
  0 Replies 
  690 Views
  by bdchakriDesk
  0 Replies 
  167 Views
  by rekha

  ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]

  ১. রেডক্রস -পৃথিবীর সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন[…]

  বিশ্বে প্রথম দু’হাত-কাঁধ প্রতিস্থাপন প্রায়[…]

  বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি তৈরি করছে অস্ট্রেলিয়[…]