Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5024
স্থানীয় সরকারব্যবস্থা
১.বর্তমানে দুর্গম ঘোষিত উপজেলা কতটি?
-১৬টি।
২.বর্তমানে দেশে উপজেলা কতটি?
-৪৯২টি।
৩.দেশের ১৯২ তম উপজেলার নাম কী?
-শায়েস্তাগঞ্জ।
৪.দেশে সিটি কর্পোরেশন কতটি?
-১২টি।
৫.দেশের ১২ তম সিটি কর্পোরেশনের নাম কী?
-ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
৬.বর্তমানে দেশে পৌরসভা কতটি?
-৩২৮ টি।
৭.দেশের সর্বশেষ পৌরসভার নাম কী?
-বিশ্বনাথ (সিলেট)।

আইন-শৃঙ্খলা ও প্রতিরক্ষা
১.সংগ্রাম ও প্রত্যাশা কী?
-বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ।
২.দেশের একমাত্র কোস্টগার্ড বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
-কুয়াকাটা, পটুয়াখালী।
৩.বানৌজা শেখ মুজিব নৌঘাঁটি কোথায় অবস্থিত?
- খিলক্ষেত, ঢাকা।
৪.বর্তমানে মেট্রাপলিটন পুলিশ এলাকা কতটি?
-৮টি।
৫.দেশের ৩১ তম সেনানিবাসের নাম কী?
-শেখ হাসিনা সেনানিবাস।
৬.বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক ডিভিশনের সংখ্যা কতটি?
-১০টি।
৭.বাংলাদেশ সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশন কোনটি?
-সপ্তম পদাতিক ডিভিশন।
৮.বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?
-১২ মার্চ ২০১৭।
৯.বাংলাদেশের প্রথম সাবমেরিন দুটির নাম কী?
-নবযাত্রা ও জয়যাত্রা।
১০.বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কী?
-বানৌজা পদ্মা।
১১.বর্তমানে বাংলাদেশের বৃহত্তম যুদ্ধজাহাজ কোনটি?
-বানৌজা সমুদ্র জয়।

সংস্থা-সংগঠন ও প্রতিষ্ঠান
১.বাংলাদেশের ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট কোথায়?
-রামু, কক্সবাজার।
২.আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা?
-মানবাধিকার।
৩.বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কোথায় স্থাপিত হচ্ছে?
-নশিপুর (দিনাজপুর)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    354 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]