Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5015
নওয়াব আব্দুল লতিফ
১.নওয়াব আবদুল লতিফ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
-ফরিদপুর।
২.কখন মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
-১৮৬৩ সালে।
৩.মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
-নওয়াব আব্দুল লতিফ।
৪.বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
-নওয়াব আব্দুল লতিফ।
৫.কত সালে কলকাতায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়?
-২ এপ্রিল ১৮৬৩ সালে।
৬.নওয়াব আব্দুল লতিফ যে নিখিল ভারত প্রবন্ধ প্রতিযোগীতার আয়োজন করেন তার বিষয়বস্তু কি ছিল?
-মুসলমান ছাত্রদের জন্য ইংরেজি শিক্ষার উপকারিতা।
৭.কত সালে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে পরিণত হয়?
-১৮৫৪ সালে।
৮.নীল কমিশন গঠনে কোন মুসলিম মনিষীর প্রত্যক্ষ ভূমিকা ছিল?
-নওয়াব আব্দুল লতিফ।
৯.শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সরকার নওয়াব লতিফকে কী পদকে পুরস্কৃত করেন?
-এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা ও স্বর্ণপদকে।
১০.নওয়াব কর্তৃক আহূত প্রবন্ধ প্রতিযোগিতার প্রথম স্থান বিজয়ীর নাম কী?
-মুম্বাই -এর জামশেদজী জিজিবাই স্কুলের শিক্ষক মৌলভি আবদুল।

সৈয়দ আমীর আলী
১.ইসলামকে বৈজ্ঞানিকভাবে কে ব্যাখ্যা করেছিলেন?
-সৈয়দ আমীর আলী।
২.সৈয়দ আমীর আলী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
-আসাম।
৩.সৈয়দ আমীর আলী ব্যারিস্টারি পাস করেন কত সালে?
-১৮৬৭ সালে।
৪.কতকাতা হাইকোর্টের বিচারপতি কে নিযুক্ত হয়েছিলেন?
-সৈয়দ আমীর আলী।
৫.১৯০৯ সালে কে লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্যপদ লাভ করেন?
-সৈয়দ আমীর আলী।
৬.ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন গঠন করেন কে?
-সৈয়দ আমীর আলী।
৭.সৈয়দ আমীর আলী কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন কখন?
-১৮৯০-১৯০৪ পর্যন্ত।
৮.সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৮৭৭ সালে।
৯.সৈয়দ আমী আলী কবে মৃত্যুবরণ করেন?
-৩ আগস্ট ১৯২৮।
১০.ব্রিটিশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্থাপনের অন্যতম উদ্যোক্তা কে ছিলেন?
-সৈয়দ আমীর আলী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]