Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5009
১.সত্য খবর বন্ধ হলে অনেক আজগুবি খবর গ্রামে গ্রামে ছড়াইয়া পড়ে, এত সরকারের অপকার ছাড়া উপকার হয় না। - এ উক্তিটি কার?
-শেখ মুজিবুর রহমানের
২.কারাগারের রোজনামচা গ্রন্থে বঙ্গবন্ধু কোন দেশের প্রধানমন্ত্রীসহ চারজন সাবেক মন্ত্রীর প্রকাশ্য জায়গায় ফাসি দেয়ার উদাহরণ গিয়ে বলেছিলেন?
-কঙ্গো প্রজাতন্ত্র
৩.নিজেও আমি ভয়ানক প্রকৃতির লোক। মানে ভয়ডর একটু কম। কারাগারের রোজনামচায় কোন রাজনীতিবিদ নিজেকে এভাবে অভিহিত করেছেণ?
-শেখ মুজিবুর রহমান
৪.১৯৬৬ সালের কত তারিখে পাকিস্তানের স্বৈরশাসক দৈনিক ইত্তেফাক পত্রিকা বন্ধ করে দিয়েছিল?
-১৬ জুন ১৯৬৬।
৫.কারাগারের রোজনামচা গ্রন্থে উল্লেখিত তেরেসা রেকুইন বইয়ের লেখক কে?
-এমিল জোলা
৬.১৯৬৬ সালে কারাবন্দি থাকাকালীন বঙ্গবন্ধুকে দৈনিক কত টাকা খাওয়ার জন্য দেয়া হতো?
-৫টাকা।
৭.শান্তি চেয়ে আনা যায় না, আদায় করে নিতে হয়। কার ধারণা?
-শেখ মুজিবুর রহমানের।
৮.সূর্য অস্ত গেল, আমরাও খাচায় ঢুকলাম, বাড়িওয়ালা বাইরে থেকে খাচার মুখটা বন্ধ করে দিল। উক্তিটি কার?
-শেখ মুজিবুর রহমানের।
৯.আমেরিকানরা নিজ দেশে গণতন্ত্র আর অন্যের দেশে নিজেদের স্বার্থ রক্ষার্থে গণতন্ত্র হত্যা করে ডিনেক্টর বসাইয়া দেয়। এই অভিযোগ কার?
-শেখ মুজিবুর রহমানের।
১০.আমেরিকা যেখানে সাহায্য দিতে চায় সেখানে অধীনস্থ না করে অর্থ সাহায্য দেয় না। কারাগারের রোজনামচা অবলম্বনে মন্তব্যটি করেছেন কে?
-শেখ মুজিবুর রহমান।
১১.বাঙালি জাতটা এক নিরীহ, না খেয়ে মরে যায় কিন্তু কেড়ে খেতে আজও শিখে নাই। কার উক্তি?
- শেখ মুজিবুর রহমান।
১২.ক্ষমা মহত্ত্বের লক্ষণ, কিন্তু জালেমকে ক্ষমা করা দুর্বলতার লক্ষণ-উক্তিটি কার?
- শেখ মুজিবুর রহমান।
১৩.বিকৃতি ও বক্ততা দিয়েই নেতা থাকতে চান আমাদের দেশের কিছু সংখ্যক রাজনীতিবিদ। উক্তিটি কে করেছেন?
-শেখ মুজিবুর রহমান।
১৪.নভেল পড়তে হয়। প্রেমের গল্প যত পার পড়ো। একজন রাজনৈতিক এগুলো পড়ে সময় নষ্ট কী করে। এ কথাগুলো বঙ্গবন্ধু কোথায় বসে লিখেছেন?
-ঢাকা জেলে
১৫.বঙ্গবন্ধুর কাশ্মীর সমস্যায় শান্তি না আসার জন্য কাকে দায়ী করেছেন?
-ভারতকে।
১৬.রক্ত কপোত নামে একটি বই লেখার জন্য কারাবরণ করেছিলেন কে?
-নূরে আলম সিদ্দিকী
১৭.শেখ মুজিবুর রহমান কাকে অভিহিত করেছেন পূর্ব বাংলার মাটির মানুষ এবং পূর্ব বাংলার মনের মানুষ অভিধায়?
-শেরে বাংলা এ কে ফজলুল হককে।
১৮.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম চীন গমন করেন কত সালে?
-১৯৫২ সালে
১৯.পাকিস্তানের কোন জেলে শেখ মুজিবুর রহমান এর গোপন বিচার সম্পন্ন হয়?
-ফায়জালাবাদ (লায়ালপুর)
২০. শেখ মুজিবুর রহমানকে কবে গ্রেফতার করে ঢাকা সেনানিবাস থেকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় কতদিন পর?
-৩ দিন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    237 Views
    by raihan
    0 Replies 
    503 Views
    by masum
    0 Replies 
    146 Views
    by shanta
    0 Replies 
    212 Views
    by tamim
    0 Replies 
    178 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]