Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4993
এক নজরে পূর্ব বাংলার/পূর্ব পাকিস্তান মূখ্যমন্ত্রী
নাম – সময়কাল
স্যার খাজা নাজিম উদ্দীন – ১৫ আগস্ট ১৯৪৭-১৪ সেপ্টেম্বর ১৯৪৮
নুরুল আমিন – ১৪ সেপ্টেম্বর ১৯৪৮-৩ এপ্রিল ১৯৫৪
একে ফজলুল হক – ৩ এপ্রিল -২৯ মে ১৯৫৪
আবু হোসেন সরকার – আগস্ট-৬ সেপ্টেম্বর ১৯৫৫
আতাউর রহমান খান – ৬ সেপ্টেম্বর ১৯৫৬-মার্চ ১৯৫৮
আবু হোসেন সরকার – মার্চ ১৯৫৮
আতাউর রহমান খান – মার্চ-১৮ জুন ১৯৫৮
আবু হোসেন সরকার – ১৮ জুন -২২ জুন ১৯৫৮
আতাউর রহমান খান – ২৫ আগস্ট-৭ অক্টোবর ১৯৫৮

পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার
নাম – সময়কাল
মুহাম্মদ আলী জিন্নাহ – ১১ আগস্ট ১৯৪৭-১১ সেপ্টেম্বর ১৯৫৪
মৌলভি তমিজ উদ্দীন খান – ১৪ ডিসেম্বর ১৯৪৮-২০ অক্টোবর ১৯৫৪
আবদুল ওয়াহাব খান – ১২ আগস্ট ১৯৫৫-৭ অক্টোবর ১৯৫৪
মৌলভি তমিজ উদ্দীন খান – ১১ জুন ১৯৬২-১৯ আগস্ট ১৯৬৩
ফজলুল কাদের চৌধুরী – ২৯ নভেম্বর ১৯৬৩-১২ জুন ১৯৬৫
বিচারপতি আবদুল জব্বার খান – ১২ জুন ১৯৬৫-২৫ মার্চ ১৯৬৯

পাকিস্তানের প্রথম সংবিধান
১.দ্বিতীয় গণপরিষদ কবে গঠিত হয়?
-১৯৫৫ সালে।
২.দ্বিতীয় গণপরিষদ কে গঠন করেন?
-গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ।
৩.দ্বিতীয় গণপরিষদ গঠিত হয় কতজন সদস্য নিয়ে?
-৮০ জন।
৪.দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে?
-৭ জুলাই ১৯৫৫ সালে।
৫.প্রথম সংবিধান বিল দ্বিতীয় গণপরিষদে গৃহীত হয় কবে?
-২৯ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে।
৬.প্রথম সংবিধান বিল কার্যকর হয় কবে?
-২৩ মার্চ ১৯৫৬ সালে।
৭.কে সামরিক আইন জারি করে প্রথম সংবিধান বাতিল করে?
-জেনারেল ইস্কান্দার মির্জা।
৮.কবে সামরিক আইন জারি করে প্রথম সংবিধান বাতিল করা হয়?
-৭ অক্টোবর ১৯৫৮ সালে।
৯.জাতীয় পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
-৩১০ জন।
১০.জাতীয় পরিষদের আসন বিন্যাস ছিল কিরূপ?
-পূর্ব পাকিস্তানের জন্য ১৫৫ এবং পশ্চিম পাকিস্তানের জন্য ১৫৫।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]