Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4985
স্থাপত্য-স্থাপনা
১.মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্যের নাম কী?
-বীর।
২.দেশের প্রথম পতাকা ভাস্কর্য পতাকা ৭১ কোথায় অবস্থিত?
-মুন্সিগঞ্জ।
৩.জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্য কোথায় অবস্থিত?
-পরিবাগ, ঢাকা।
৪.দেশের প্রথম ও একমাত্র বিশ্ব বাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত?
-চট্টগ্রাম।
৫.অগ্নিঝরা একাত্তর ভাস্কর্য কোথায় অবস্থিত?
-পৌরশহর, বরগুনা।
৬.স্মৃতিস্তম্ভ বীর গৌরব কোথায় অবস্থিত?
-রাজশাহী সেনানিবাস।
৭.দেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার কোথায় অবস্থিত?
-চরফ্যাশন (ভোলা)।

পদক-পুরস্কার-সম্মাননা
১.শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার ২০২০ লাভ করে কোন প্রতিষ্ঠান?
-ভারতীয় হোমস।
২.সার্ক সাহিত্য পুরস্কার ২০১৯ লাভ করেন কে?
-অধ্যাপক আনিসুজ্জামান (বাংলাদেশ)।
৩.রবীন্দ্র পদক ২০১৮ লাভ করেন কে?
-রবীন্দ্র গবেষক আবুল মোমেন এবং শিল্পী ফাহিম হোসেন চৌধুরী।
৪.প্রথম বাংলাদেশী হিসেবে সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার কে পান?
-মোহাম্মদ পনির হোসেন
৫.২০১৭ সালের আনন্দ পুরস্কার পান কে?
-ইমেরিটস অধ্যাপক আনিসুজ্জামান।

ক্রীড়াঙ্গন
১.বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান এবং বিশ্বের প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিনিটি ডাবল সেঞ্চুরী করেন কে?
-মুশফিকুর রহিম।
২.বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরী করেন কোন কোন ক্রিকেটার?
-মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
৩.বাংলাদেশের ওয়ানডেতে কোন দেশের বিরুদ্ধে ১০০ তম জয় পায়?
-আফগানিস্তান।
৪.একই টেস্টে সেঞ্চুরী ও হ্যাটট্রিককারী প্রথম ক্রিকেটার কে?
-সোহাগ গাজী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    338 Views
    by tasnima
    0 Replies 
    2286 Views
    by masum
    0 Replies 
    76 Views
    by rafique
    0 Replies 
    89 Views
    by raihan
    0 Replies 
    708 Views
    by rana

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]