Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4984
১.কারাগারের রোজনামচা গ্রন্থটির লেখক কে?
-শেখ মুজিবুর রহমান
২.কারাগারের রোজনামচা গ্রন্থটি প্রকাশিত হয় কোন প্রতিষ্ঠান থেকে?
-বাংলা একাডেমি
৩.কারাগারের রোজনামচা গ্রন্থের প্রকাশক কে?
-মোবারক হোসেন
৪.কারাগারের রোজনামচা গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
-১৭ মার্চ ২০১৭ সালে।
৫.কারাগারের রোজনামচা গ্রন্থটির প্রচ্ছদ ও গ্রন্থ নকশা করেন কে?
-তারিক সুজাত।
৬.কারাগারের রোজনামচা গ্রন্থটি কোন সংস্থার অর্থায়নে প্রকাশিত?
-সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৭.কারাগারের রোজনামচা বইয়ের ভূমিকা লেখেন কে?
-শেখ হাসিনা।
৮.শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের লেখা খাতাগুলো প্রকাশ করার কাজ শুরু করেন কত সালে?
-২০০২ সালে।
৯.কারাগারের রোজনামচা গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
-ড. ফখরুল আলম।
১০.কারাগারের রোজনামচায় কত সাল পর্যন্ত লেখা ডায়রি বই আকারে প্রকাশ করা হয়েছে?
-১৯৬৬-১৯৬৮
১১.শেখ মুজিবুর রহমান কার অনুরোধে ডায়েরি লিখতে শুরু করেন?
-বেগম ফজিলাতুন্নেছা মুজিবের।
১২.কারাগারের রোজনামচা বইটি শেখ মুজিবুর রহমান লেখা শুরু করেন কোন বাক্য দিয়ে?
-জেলে যারা যায় নাই
১৩.ভাষা আন্দোলনের জন্য শেখ মুজিবুর রহমান কত তারিখে গ্রেফতার হয়েছিলেন?
-১১ মার্চ ১৯৪৮
১৪.কারাগারের রোজনামচা বইয়ের বর্ণনা মতে, কত বছরের উপরে জেল হলে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়ার কথা?
-প্রায় ৩ বছর
১৫.কারাগারের রোজনামচা গ্রন্থে জাবজ্জীবন কারাদন্ডের মেয়াদ কত বছর উল্লেখ আছে?
-২০ বছর
১৬.গুন্ডার পরে পান্ডা। পান্ডার পরে নেতা, এইতো হলো নেতার ডেফিনেশন যে বইতে আছে –
-কারাগারের রোজনামচা
১৭.ন্যায়ের রাজ্য কায়েম করেছে – বঙ্গবন্ধু এ কখাটি কোন দেশ প্রসঙ্গে বলেছেন?
-গ্রেট ব্রিটেন।
১৮.রক্তের পরিবর্তে রক্তই দিতে হবে। এ কথা ভুলে গেলে ভুল হবে। এ উক্তিটি ---
-শেখ মুজিবুর রহমানের
১৯.শেখ মুজিবুর রহমান কোন দেশকে পাকিস্তানের আপন মায়ের পেটেরই ভাই বলে উল্লেখ করেছেন?
-ইন্দোনেশিয়া
২০.গণতান্ত্রিক আন্দোলনকে গণতান্ত্রিক পথেই মোকাবিলা করা উচিত। - কার মন্তব্য?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    335 Views
    by raihan
    0 Replies 
    967 Views
    by masum
    0 Replies 
    562 Views
    by shanta
    0 Replies 
    863 Views
    by tamim
    0 Replies 
    722 Views
    by raja

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]