Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4973
১.হাজী শরীয়তুল্লাহ কত সালে দেশে ফিরে ফরায়েজি আন্দোলন শুরু করেন?
-১৮১৮ সালে।
২.বাংলার কোন মুসলমান পলাশীর পরাধীনতার পর প্রথম বাংলার মুসলমানদের চরম অবনতির কথা উপলব্ধি করেন?
-হাজী শরীয়তুল্লাহ।
৩.হাজী শরীয়তুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?
-১৭৮১ সালে।
৪.হাজী শরীয়তুল্লাহর নামে কোন জেলার নামকরণ করা হয়েছে?
-শরীয়তপুর।
৫.ফরায়েজি আন্দোলনের প্রথম কেন্দ্র ছিল কোন জেলা?
-ফরিদপুর জেলা ।
৬.মক্কা যাওয়ার পথে দুদু মিয়া বাংলার কোন সংগ্রামী নেতার সাথে সাক্ষাৎ করেছিলেন?
-তিতুমীর।
৭.কোন মাওলানা ফরায়েজি মতবাদকে খারিজি ঘোষণা করেন?
-মাওলানা কেরামত আলী জৌনপুরী।
৮.দার-উল-হরব কথাটির অর্থ কী?
-বিধর্মীর রাজ্য।
৯.দার-উল-হরবে জুমআর নামাজ ও ঈদের নামাজ না পড়ার পরামর্শ দেন কে?
-হাজী শরীয়তউল্লাহ।
১০.হাজী শরীয়তউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন?
-বর্তমান মাদারীপুর জেলাধীন শিবচর থানার শামাইল গ্রামে।

দুদু মিয়া
১.হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর কে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন?
-দুদু মিয়া।
২.দুদু মিয়ার আসল নাম কী?
-পীর মুহসীনউদ্দীন আহমদ।
৩.দুদু মিয়া কে ছিলেন?
-ফরায়েজি নেতা।
৪.দুদু মিয়া জন্মগ্রহণ করেন কত সালে?
-১৮১৯ সালে।
৫.দুদু মিয়ার নেতৃত্বে ফরায়েজি আন্দোলন কি রূপ নেয়?
-সশস্ত্র সংগ্রামে।
৬.দুদু মিয়া আন্দোলনকে শক্তিশালী করার জন্য কি গড়ে তোলেন?
-সংগঠন।
৭.দুদু মিয়া বাংলার বিভিন্ন অঞ্চলে কী নিযুক্ত করেন?
-খলিফা।
৮.দুদু মিয়ার সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল?
-ন্যায়ভিত্তিক এবং অত্যাচারী জমিদারদের বিরূদ্ধে রুখে দাড়ানো এবং বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা।
৯.দুদু মিয়া কবে ইন্তেকাল করেন?
-২৪ সেপ্টেম্বর ১৮৬২ সালে।
১০.দুদু মিয়াকে কোথায় সমাহিত করা হয়?
-ঢাকার বংশালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2524 Views
    by tamim
    0 Replies 
    2031 Views
    by raja
    0 Replies 
    1967 Views
    by mousumi
    0 Replies 
    2435 Views
    by kajol
    0 Replies 
    2079 Views
    by raihan

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]