Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4953
১.ব্রিটিশ বণিকদের বিরূদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম কী?
-জান বখশ খাঁ।
২.ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?
-ফরায়েজী আন্দোলন।
৩.উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয়?
-১৮৫৭ সালে।
৪.প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি?
-সিপাহী বিপ্লব।
৫.ব্রিটিশ শাসনের বিরূদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি?
-ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ।
৬.ঢাকায় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান কোনটি?
-বাহাদুর শাহ পার্ক।
৭.মাস্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়েছিল কোথায়?
-চট্টগ্রামে।

ওয়াহাবী আন্দোলন ও সৈয়দ আহমদ বেরেলভী
১.ওয়াহাবী কথাটি কার নাম থেকে এসেছে?
-মুহম্মদ ইবনে আব্দুল ওয়াহাব।
২.মুহম্মদ ইবনে আব্দুল ওয়াহাব কোন দেশের অধিবাসী?
-সৌদি আরবের নেজদের।
৩.ভারতবর্ষে ওয়াহাবী মত ও আদর্শ প্রচারের পথিকৃৎ ছিলেন কে?
-সৈয়দ আহমদ বেরেলভী।
৪.সৈয়দ আহমদ বেরেলভী এর জন্ম হয় কত সালে?
-১৭৮৬ সালে।
৫.তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
-উত্তর প্রদেশে লক্ষ্ণৌর নিকটে রায়বেরিলিতে।
৬.সৈয়দ আহমদ বেরেলভী কবে শিখদের বিরূদ্ধে জেহাদ ঘোষণা করেন?
-১৮২৬ সালে।
৭.সৈয়দ আহমদ বেরেলভী নিহত হন কবে?
-১৮৩১ সালে।
৮.কত সালে ওয়াহাবী আন্দোলনের পরিসমাপ্তি ঘটে?
-১৮৯০ সালে।

ফরায়েজি আন্দোলন ও হাজী শরীয়তউল্লাহ
১.ফরায়েজি আন্দোলন অর্থ কী?
-ফরজ পালনের জন্য আন্দোলন।
২.ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
-হাজী শরীয়তুল্লাহ।
৩.হাজী শরীয়তুল্লাহর মতে কবর পূজা, পীরপূজা, সেজদা করা কী?
-শীরক পাপ।
৪.দারুল হারব এর অর্থ কী?
-যুদ্ধরত দেশ।
৫.হাজী শরীয়তুল্লাহ বাড়ি বর্তমান কোন জেলায় অবস্থিত?
-শরীয়তপুর।
৬.ছেলেবেলায় হাজী শরীয়তুল্লাহ বাড়ি থেকে পালিয়ে কোথায় যান?
-কলকাতায়।
৭.ফুরফুরা জায়গাটি কোন জেলায় অবস্থিত?
-হুগলি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    210 Views
    by tamim
    0 Replies 
    177 Views
    by raja
    0 Replies 
    152 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    659 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]