Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4948
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
১.ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
-১৮৪ তম।
২.জাতীয় ডেটা সেন্টার বা তথ্যভান্ডার কোথায় অবস্থিত?
-কালিয়াকৈর, গাজীপুর।
৩.দেশীয় প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি প্রথম সোলার চালিত ল্যাপটপের নাম কী?
-তালপাতা।
৪.বাংলাদেশে ফোরজি চালু হয় কবে?
-১৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে।
৫.বাংলাদেশের প্রথম ওয়াইফাই সিটির নাম কী?
-সিলেট।
৬.শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত?
-বেজপাড়া, যশোর।
৭.বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
-ব্র্যাক অন্বেষা।
৮.বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন হলো –
-ডট বিডি।
৯.বাংলাদেশের দ্বিতীয় স্বীকৃত কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন হলো –
-ডট বাংলা।
১০.বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায়?
-কুয়াকাটা।
১১.সরকারি উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত?
-কারওয়ান বাজার, ঢাকা।
১২.বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম ক?
-বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
১৩.বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উদ্বোধন করা হয় কবে?
-১১ মে ২০১৮।
১৪.বঙ্গবন্ধু স্যাটেলাইট এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী?
-থ্যালেস অ্যালেনিয়া স্পেস।
১৫.বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণকারী প্রতিষ্ঠানের নাম কী?
-স্পেস এক্স।
১৬.বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ পরিচালনা করে কোন কোম্পানি?
-বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লি.।
১৭.বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর ট্রান্সপন্ডার কতটি?
-৪০ টি।
১৮.স্যাটেলাইট বহনকারী রকেটের নাম কী?
-ফ্যালকন ৯ ।
১৯.স্যাটেলাইটের অরবিটাল অবস্থান কোথায়?
-১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
২০.স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন কতটি?
-২টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    514 Views
    by tasnima
    0 Replies 
    217 Views
    by rafique
    0 Replies 
    237 Views
    by raihan
    0 Replies 
    992 Views
    by rana
    0 Replies 
    533 Views
    by shanta

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]