Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4947
১.সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় কী?
-সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো সমাজে বসবাসকারী মানুষের পারস্পারিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক আলোচনা ও বিশ্লেষণ।
২.সমাজ পরিবর্তনশীল না স্থিতিশীল?
-সমাজ পরিবর্তনশীল।
৩.ক্ষমতার মাত্রার ভিত্তিতে পরিবারের আকারগুলো কী কী?
-পিতৃপ্রধান ও মাতৃপ্রধান পরিবার।
৪.স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কত প্রকার?
-৪ প্রকার।
৫.ওয়েস্টার মার্কের মতে সর্বজনীন পরিবার কোনটি?
-একক বিবাহভিত্তিক পরিবার।
৬.অভিভাবকদের পছন্দের ভিত্তিতে যে বিয়ে হয় তাকে কী বলে?
-সংযোজিত বিবাহ।
৭.মানবশিশুর জন্ম কোথায়?
-পরিবারে।
৮.পরিবারের উল্লেখযোগ্য কাজ কী?
-সন্তান জন্মদান ও লালন পালন।
৯.ব্যক্তির আনুষ্ঠানিক শিক্ষাঙ্গন কোনটি?
-পরিবার।
১০.যৌথ পরিবার ভেঙে কী পরিবার গড়ে উঠেছে?
-একক পরিবার।
১১.প্রাথমিক গোষ্ঠী কী?
-পরিবার।
১২.সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কী?
-সমাজ কাঠামো।
১৩.সমাজ কাঠামো মূর্ত না বিমূর্ত?
-বিমূর্ত।
১৪.প্রধান প্রধান গোষ্ঠী ও প্রতিষ্ঠানের সমন্বয় হলো সমাজ কাঠামো – সংগাটি কার?
-জিন্সবার্গের।
১৫.সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কী?
-সমাজ।
১৬.সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল বিশেষ, যা সতত পরিবর্তনশীল। কার উক্তি?
-সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের।
১৭.অগাস্ট কোঁৎ কোন দেশীয় বিজ্ঞানী?
-ফরাসি।
১৮.মানব সমাজ কতটি স্তরের মাধ্যমে অগ্রসর হয় বলে কোঁৎ মনে করেন?
-তিনটি।
১৯.জ্ঞান বিকাশের সর্বশেষ স্তর কোনটি?
-দৃষ্টবাদী স্তর।
২০.ডুর্খেইমের মতে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু কী হবে?
-সোসিয়্যাল ফ্যাক্ট।
২১.মানব সমাজে কত ধরনের সংহতি দেখা দেয়?
-দু ধরনের।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]