Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4873
১.ব্রিটিশ সরকার কোম্পানির হাত থেকে যখন ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে তখন ব্রিটেনের রানী কে ছিলেন?
-মহারানী ভিক্টোরিয়া ।
২.বোর্ড অব কন্ট্রোলের পরিবর্তে কার ওপর ব্রিটিশ শাসনের দায়িত্বভার ন্যাস্ত করা হয়?
-ভারত সচিব ও ১৫ জন সদস্য নিয়ে গঠিত কাউন্সিলের ওপর।
৩.চিরস্থায়ী বন্দোবস্ত এলাকায় ভূমিকর বৃদ্ধির সুযোগ না থাকায় মেয়েরা কিভাবে তা পুষিয়ে নেন?
-সেস বা উপকর আরোপ করে।
৪.কোন আইনবলে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত হয়?
-১৮৫৮ সালে ভারত শাসন আইন।
৫.ইন্ডিয়া হাউজ কী?
-ভারত সচিবের সদর দপ্তর।
৬.মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী খেতাব প্রদানের পশ্চাতে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী মুখ্য ভূমিকা পালন করেন?
-বেঞ্জামিন ডিসরেলি।
৭.কখন লর্ড লিটন ভিক্টোরিয়াকে কাইসার ই হিন্দ ঘোষণা করেন?
-১ জানুয়ারি ১৮৭৭ সালে।
৮.কোন ভাইসরয় ভারতবর্ষে স্বর্ণমান প্রবর্তনের প্রস্তাব করেছিলেন?
-লর্ড লিটন।
৯.কোন পত্রিকা লর্ড লিটন তথা ব্রিটিশ শাসনের কঠোর সমালোচনা করেন?
-অমৃতসাগর।
১০.দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশের স্বাধীনতা খর্ব করে লর্ড লিটন কোন আইন পাস করেন?
-ভার্নাকুলার প্রেস অ্যাক্ট।
১১.কার সময়ে মহীশূর রাজ্যের শাসন ভার সেই রাজ্যের রাজবংশের উত্তরাধীকারীদের হাতে প্রত্যর্পণ করা হয়?
-লর্ড রিপন।
১২.কোন ভাইসরয় কারখানাতে শিশু শ্রমিক নিয়োগ নিষিদ্ধ করেন?
-লর্ড রিপন।
১৩.হান্টার কমিশন কোন স্তরের শিক্ষার ওপর বেশি গুরুত্বারোপ করে?
-প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ওপর।
১৪.ইলবার্ট বিল পাস করেন কোন ভাইসরয়?
-লর্ড রিপন।
১৫.স্যার অ্যাশলে ইডেন কে ছিলেন?
-বাংলার লে. গভর্নর।

নীল বিদ্রোহ
১.নীল বিদ্রোহ কী?
-বাংলার নীল চাষিরা ১৮৫৯-৬২ সালে ইউরোপীয় নীলকরদের বিরূদ্ধে যে আন্দোলন গড়ে তোলে তাকে নীল বিদ্রোহ বলা হয়।
২.নীল বিদ্রোহীদের পক্ষে কয়েকজন বিদেশী অবস্থান নেন তারা কে কে?
-রেভারন্ড জে জি লিংক।
৩.১৮৫৯ সালে বাংলাদেশে নীল খামারের সংখ্যা কত ছিল?
-১৪৩টি।
৪.নীল বিদ্রোহ কখন তুঙ্গ হয়ে ওঠে?
-১৮৬০ সালে।
৫.নীল চাষিদের ওপর অত্যাচারের কাহিনী নিয়ে দীনবন্ধু মিত্র রচিত গ্রন্থের নাম কী?
-নীলদর্পন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]