Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4853
লর্ড ক্যানিং
১.ভারতে কাগজি মুদ্রা চালু করেন কে?
-লর্ড ক্যানিং।
২.কোলকাতা, মুম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয় কখন?
-১৮৬১ সালে।
৩.জমিদারদের হাত থেকে রায়তদের রক্ষার্থে ক্যানিং কোন আইন চালু করেন?
-টেন্যান্সি অ্যাক্ট বা বঙ্গীয় প্রজাস্বত্ব আইন।
৪.কত সালে ভারতীয় পুলিশ আইন পাস হয়?
-১৮৬১ সালে।
৫.বাংলা প্রদেশে আইন পরিষদ স্থাপিত হয় কত সালে?
-১৯৬২ সালে।
৬.ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন পাস করেন কে?
-লর্ড ক্যানিং।
৭.এলাহাবাদ হাইকোর্ট স্থাপিত হয় কত সালে?
-১৮৬৬ সালে।
৮.ক্যানিং এর সময় ভারত সচিব কে ছিলেন?
-চার্লস উড।
৯.কোন আইনে ভারতের প্রধান সেনাপতিকে গভর্নর জেনারেলের কার্যনির্বাহী কাউন্সিলের সদস্য করা হয়?
-১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল অ্যাক্ট।

ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
১.ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল?
-১৭৫৭ থেকে ১৮০০ সাল পর্যন্ত।
২.কোন সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়?
-১৭৬৪ সালে।
৩.বক্সারের যুদ্ধে মীর কাসিম কাদের সাহায্য কামনা করেন?
-ফকির সন্ন্যাসীরদের।
৪.কোন সালে ফকিরগণ ইংরেজদের ওপর হামলা করে?
-১৭৬৩ সালে।
৫.১৭৬৭ ও ১৭৬৯ সালে ইংরেজদের সাথে ফকিরদের সংঘর্ষে কে নিহত হয়?
-সেনাপতি মার্টল ও লেফটেন্যান্ট কিথ।
৬.মজনু শাহের নেতৃত্বে ফকিরগণ কোন কোন স্থানে ইংরেজবিরোধী তৎপরতা শুরু করে?
-রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর ও ঢাকা।
৭.১৭৭৬ সালে কারা মহাস্থানে একটি দুর্গ নির্মাণ করে?
-ফকিরগণ।
৮.১৭৮১ সালে মজনু শাহ কোন জঙ্গলে আধিপত্য স্থাপন করেন?
-মধুপুর জঙ্গলে।
৯.কার মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্ব এর অভাবে ফকির আন্দোলন স্থিমিত হয়ে পড়ে?
-মজনু শাহের।
১০.কোন সালে মজনু শাহের মৃত্যু হয়?
-১৭৮৭ সালে।
১১.ইংরেজদের বিরুদ্ধে সাহায্যের জন্য মজনু শাহ কোন জমিদারকে পত্র দেন?
-নাটোরের রানী ভবানীর কাছে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    71 Views
    by bdchakriDesk
    0 Replies 
    212 Views
    by tamim
    0 Replies 
    178 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]