Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4848
সংসদ, আইন ও বিচার
১.বাংলাদেশের বর্তমান ও ১৬ তম অ্যাটর্নি জেনারেল কে?
-আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
২.বাংলাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় কবে?
-১১ মে ২০২০।
৩.সংবিধান আইন ২০১৮ জাতীয় সংসদে পাস হয় কবে?
-৮ জুলাই ২০১৮ সালে।
৪.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এ যাবৎ কতটি সংশোধনী আনা হয়েছে?
-১৭টি।
৫.জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যবৃন্দের উপস্থিতির ডিজিটাল পদ্ধতি চালু হয় কবে?
-৩১ মে ২০১৭।
৬.মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে?
-৫ মার্চ ২০২০।
৭.লাইসেন্স ব্যতীত ফরমালিনের আমদানি, উৎপাদন বা মজুদের সর্বোচ্চ দন্ড কী?
-যাবজ্জীবন কারাদন্ড।
৮.সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর হয় কবে?
-১ নভেম্বর ২০১৯ সালে।
৯.আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
-বিচারপতি এবিএম খায়রুল হক।

স্থানীয় সরকারব্যবস্থা
১.বর্তমানে দেশে উপজেলা কতটি?
-৪৯২ টি।
২.বাংলাদেশের সর্বশেষ উপজেলার নাম কী?
-শায়েস্তাগঞ্জ।
৩.দেশের ৪৯২ তম উপজেলার ইউনিয়ন কতটি?
-৩টি।
৪.দেশে সিটি কর্পোরেশন কতটি?
-১২টি।
৫.দেশের ১২ তম সিটি কর্পোরেশনের নাম কী?
-ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
৬.ময়মনসিংহের সিটি কর্পোরেশনের আয়তন কত?
-৯১.৩১৫৫ বর্গ কিলোমিটার।
৭.দেশে বর্তমানে পৌরসভা কতটি?
-৩২৯ টি।
৮.সর্বশেষ পৌরসভা কোনটি?
-বিশ্বনাথ (সিলেট)।

আইন-শৃঙ্খলা ও প্রতিরক্ষা
১.১৮ জুন ২০২০ বাংলাদেশ নৌবাহিনিতে যুক্ত হওয়া যুদ্ধ জাহাজের নাম কী?
-বানৌজা সংগ্রাম ।
২.জানুয়ারি ২০২০ বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া দুটি যুদ্ধজাহাজের নাম কী?
-ওমর ফারুক ও আবু উবাইদাহ।
৩.সংগ্রাম ও পত্যাশা কী?
-খিলক্ষেত, ঢাকা।
৪.বর্তমানে মেট্রোপলিটন টুলিশ এলাকা কতটি?
-৮টি।
৫.বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?
-১২ মার্চ ২০১৭ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1779 Views
    by masum
    0 Replies 
    4279 Views
    by apple
    0 Replies 
    1997 Views
    by tamim
    0 Replies 
    1572 Views
    by mousumi
    0 Replies 
    2423 Views
    by sajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]