- Sun Dec 13, 2020 1:56 pm#4844
১.কম্পিউটার সিস্টেম হলো –
-কতগুলো ইন্ট্রিগ্রেটেড উপাদানের সম্মিলিত প্রয়াস, যা কিছু সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে।
২.কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গের নাম কী?
-হার্ডওয়্যার ও সফটওয়্যার
৩.হার্ডওয়্যার প্রাথমিকভাবে কতভাগে বিভক্ত?
-তিন ভাগে
৪.বর্তমানে কম্পিউটার সিস্টেমের সবচেয়ে ব্যায়বহুল অংশ কী?
-সফটওয়্যার
৫.সফটওয়্যার কত প্রকার?
-দুই প্রকার।
৬.বিভিন্ন কম্পিউটার যোগাযোগ্য ব্যবস্থা দ্বারা একসাথে যুক্ত থাকলে তাকে কী বলে?
-কম্পিউটার নেটওয়ার্ক
৭.ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীকে বলা হয় –
-নেটিজেন
৮.ইউটিউব হলো ---
-ভিডিও শেয়ারিং সাইট
৯.স্পাম হলো কী?
-অনাকাক্ষিত ই-মেইল।
১০.কম্পিউটার এবং ফোন লাইনের মদ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয় কী?
-মডেম
১১.মডেমের মধ্যে কী থাকে?
- একটি মডুলেটর ও একটি ডিমুলেটর।
১২.মডুলেশন কী?
-কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় রূপান্তর।
১৩.ডিমুলেশন কী?
-টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর।
১৪.এক প্রকার কম্পিউটার ভাইরাস –
-মেলিসা
১৫.কম্পিউটারকে দেয়া অপ্রয়োজনীয় ইনফরমেশনকে কী বলে?
-গিবারিশ।
১৬.ফ্যাক্স যন্ত্রের মাধ্যমে আদান-প্রদান করা হয় কী?
-কথা, লেখা ও ছবি।
১৭.সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কী বলে?
-ওয়ার্কস্টেশন
১৮.রেডিওতে বাহক হিসেবে কী ব্যবহৃত হয়?
-বিদ্যুৎ চম্বুকীয় তরঙ্গ
১৯.টুইটার কী?
-এক প্রকার সামাজিক নেটওয়ার্কিং
২০.ওয়েব পেজ কী?
-সার্ভারে রাখা ফাইল
-কতগুলো ইন্ট্রিগ্রেটেড উপাদানের সম্মিলিত প্রয়াস, যা কিছু সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে।
২.কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গের নাম কী?
-হার্ডওয়্যার ও সফটওয়্যার
৩.হার্ডওয়্যার প্রাথমিকভাবে কতভাগে বিভক্ত?
-তিন ভাগে
৪.বর্তমানে কম্পিউটার সিস্টেমের সবচেয়ে ব্যায়বহুল অংশ কী?
-সফটওয়্যার
৫.সফটওয়্যার কত প্রকার?
-দুই প্রকার।
৬.বিভিন্ন কম্পিউটার যোগাযোগ্য ব্যবস্থা দ্বারা একসাথে যুক্ত থাকলে তাকে কী বলে?
-কম্পিউটার নেটওয়ার্ক
৭.ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীকে বলা হয় –
-নেটিজেন
৮.ইউটিউব হলো ---
-ভিডিও শেয়ারিং সাইট
৯.স্পাম হলো কী?
-অনাকাক্ষিত ই-মেইল।
১০.কম্পিউটার এবং ফোন লাইনের মদ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয় কী?
-মডেম
১১.মডেমের মধ্যে কী থাকে?
- একটি মডুলেটর ও একটি ডিমুলেটর।
১২.মডুলেশন কী?
-কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় রূপান্তর।
১৩.ডিমুলেশন কী?
-টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর।
১৪.এক প্রকার কম্পিউটার ভাইরাস –
-মেলিসা
১৫.কম্পিউটারকে দেয়া অপ্রয়োজনীয় ইনফরমেশনকে কী বলে?
-গিবারিশ।
১৬.ফ্যাক্স যন্ত্রের মাধ্যমে আদান-প্রদান করা হয় কী?
-কথা, লেখা ও ছবি।
১৭.সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কী বলে?
-ওয়ার্কস্টেশন
১৮.রেডিওতে বাহক হিসেবে কী ব্যবহৃত হয়?
-বিদ্যুৎ চম্বুকীয় তরঙ্গ
১৯.টুইটার কী?
-এক প্রকার সামাজিক নেটওয়ার্কিং
২০.ওয়েব পেজ কী?
-সার্ভারে রাখা ফাইল