Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4833
লর্ড অকল্যান্ড ও লর্ড এলেনবরো
১.কোন ইংরেজ গভর্নর জেনারেলের সময়ে সর্বপ্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা করা হয়?
-লর্ড এলেনবরো।
২.ইংরেজদের কাছ থেকে কাশ্মীর ক্রয় করেন কে?
-গুলাব সিংহ ।
৩.অকল্যান্ডের সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কী?
-প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ।
৪.প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধের ফলাফল কী?
-ব্রিটিশদের চরম বিপর্যয়।
৫.দাসপ্রথা উচ্ছেদ ও লটারি নিষিদ্ধ করেন কোন গভর্নর জেনারেল?
-লর্ড এলেনবরো।
৬.লর্ড অকল্যান্ডের সময়ে ভারতের কোন অঞ্চলে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়?
-উত্তর ভারতে।

লর্ড ডালহৌসি
১.ভারতের শাসনভার গ্রহণের পূর্বে ডালহৌসি কোন পদে আসীন ছিলেন?
-ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য।
২.ইচ্ছা থাকা সত্ত্বেও ডালহৌসি দিল্লির দুর্বল মুঘল সম্রাটের উপাধি হরণ করতে পারেননি কেন?
-কোম্পানির ডিরেক্টরদের অসম্মতি থাকায়।
৩.চার্লস উড শিক্ষা রিপোর্ট উপস্থাপন করা হয় কখন?
-১৮৫৪ সালে।
৪.বিখ্যাত গঙ্গা ক্যানাল খনন করা হয় কোন সময়ে?
-ডালহৌসির সময়ে।
৫.বাংলায় সর্বপ্রথম রেলপথ তৈরি হয় কোথায়?
-কলকাতা-রানগঞ্জ।
৬.কোন রিপোর্টের সুপারিশ অনুসারে ১৮৫৭ সালে ভারতে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
-চার্লসউড শিক্ষা রিপোর্ট।
৭.ডালহৌসি কখন সিকিমের একাংশ দখল করেন?
-১৮৫০ সালে।
৮.সিপাহী ব্রিদোহের কোন বীরাঙ্গনা ব্রিটিশদের হাতে বন্দি হওয়ার চেয়ে আগুনে পুড়ে আত্মহুতি দেন?
-লক্ষ্মীবাঈ।
৯.লক্ষ্মীবাঈ এর জন্ম কোথায়?
-বারানসীতে।
১০.লক্ষ্মীবাঈ এর প্রকৃত নাম কী?
-মানু।
১১.১৮৫৮ সালে ভারতের ক্ষমতা ব্রিটিশ সরকারের অধীনে নেওয়ার ঘোষণা করা হয় কোথা থেকে?
-ঢাকার আন্টাঘর থেকে।
১২.ঝাসি ও মীরাট ভারতের কোন প্রদেশে অবস্থিত?
-উত্তর প্রদেশে।
১৩.কখন ভারতীয় মুদ্রা থেকে মুঘল সম্রাটের নাম প্রত্যাহার করা হয়?
-১৮৩৫ সালে।
১৪.ভারতে কাগজি মুদ্রার প্রচলন করেন কে?
-লর্ড ক্যানিং।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]