Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4818
লর্ড ওয়েলেসলি
১.সাম্রাজ্য বিস্তারের জন্য জন্য ওয়েলেসলি কর্তৃক গৃহীত নীতির নাম কী?
-অধীনতামূলক মিত্রতা নীতি।
২.ইংরেজদের লৌহ-শৃঙ্খল থেকে আপনাকে মুক্ত করার জন্য আমি উদগ্রীব- এ কথা কে, কাকে লিখেছেন?
-মিশরে অভিযান চালানোর সময় নেপোলিয়ন টিপু সুলতানকে লিখেছিলেন।
৩.ক্ষমতা গ্রহণের পূর্বেকার অভিজ্ঞতা সম্বন্ধে ওয়েলেসলির সাথে কোন বড় লাটের তুলনা করা হয়?
-লর্ড কার্জন।
৪.মহীশূরের রাজধানীর নাম কী?
-শ্রীরঙ্গপত্তম।
৫.কোন যুদ্ধে পরাজয়ের মাধ্যমে টিপু সুলতান নিহত হন এবং মহীশূরের স্বাধীনতা বিলুপ্ত হয়?
-চতুর্থ-ইঙ্গ-মহীশূরের যুদ্ধ।
৬.গভর্নর জেনারেল ওয়েলিসলির ভ্রাতা আর্থার ওয়েলিসলি কোন যুদ্ধে নেপোলিয়ানেকে পরাজিত করেন?
-ওয়াটার লু যুদ্ধে।
৭.১৮০২ সালে পেশোয়া দ্বিতীয় বাজীরাও ও ইংরেজদের মধ্যে যে মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম কী?
-ব্যাসিন চুক্তি।

লর্ড বেন্টিঙ্ক ও সতীদাহ প্রথা রহিত
১.নেপোলিয়নের বিরূদ্ধে সংগঠিত যুদ্ধে বেন্টিঙ্ক কার অধীনে যুদ্ধ করেন?
-ব্রিটিশ সেনাপতি ডিউক অব ওয়েলিংটন।
২.ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসক হিসেবে বেন্টিঙ্ক কোন কোন পদে নিযুক্ত ছিলেন?
-মাদ্রাজের গভর্নর এবং গভর্নর জেনারেল।
৩.এলাহাবাদে রাজস্ব বোর্ড স্থাপন করেন কে?
-উইলিয়াম বেন্টিঙ্ক।
৪.কোন আইনের ফলে কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিনত হয়?
-১৮৩৩ সালের চার্টার অ্যাক্ট।
৫.কোম্পানির ভারতীয় সাম্রাজ্যের সার্বভৌম ক্ষমতা ইংল্যান্ডের রাজার হাতে থাকবে – এটা কোন আইনে প্রথম বলা হয়?
-১৮৩৩ সালের চার্টার আইনে।
৬.লর্ড মেকলে কত সালে ভারতীয়দের জন্য তার শিক্ষানীতি প্রণয়ন করেন?
-১৮৩৫ সালে
৭.কে ঠগীদের দমন করেন?
-কর্নেল স্লিম্যান।
৮.কোন কমিশন প্রথম ইন্ডিয়ান পেনাল কোড রচনা করেন?
-লর্ড মেকলের নেতৃত্বাধীন আইন কমিশন।
৯.ইন্ডিয়ান পেনাল কোড প্রনীত হয় কখন?
-১৮৬০ সালে।
১০.ইংল্যান্ডের সংশোধিত ভোটাধিকার আইন পাস হয় কত সালে?
-১৮৩২ সালে।
১১.বাংলার গভর্নর জেনারেল পদ কখন ভারতের গভর্নর জেনারেল পদে পরিণত হয়?
-১৮৩৩ সালে।
১২.গভর্নর জেনারেল বেন্টিঙ্কের কাউন্সিলের আইন বিষয়ক প্রথম সদস্য কে নিযুক্ত হন?
-লর্ড মেকলে।
১৩.কলকাতা পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৮৩৬ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    68 Views
    by bdchakriDesk
    0 Replies 
    210 Views
    by tamim
    0 Replies 
    177 Views
    by raja
    0 Replies 
    152 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]