- Fri Dec 11, 2020 2:51 pm#4811
১.মুজিববর্ষ কী?
-মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ।
২.মুজিববর্ষ ঘোষণা করা হয় কবে?
-১২ জানুয়ারি ২০১৯ সালে।
৩.মুজিববর্ষের সময়কাল কত?
-মার্চ ২০২০-মার্চ ২০২১।
৪.বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রথম ইভেন্ট ছিল কোনটি?
-বঙ্গবন্ধু বিপিএল
৫.মুজিববর্ষের লোগোর ডিজাইনার কে?
-শিল্পী সব্যসাচী হাজরা।
৬.মুজিববর্ষের থিম সং এর শিরোনাম কী?
-তুমি বাংলার ধ্রুবতারা, তুমি বাংলার বাতিঘর।
৭.মুজিববর্ষের থিম সং এর গীতিকার কে?
-ড. কামাল আবদুল নাসের চৌধুরী
৮.মুজিববর্ষের থিম সং এর সুর ও সংগীত আয়োজন করেছেন কে?
-নকিব খান
৯.মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলা একাডেমি কতটি বই প্রকাশ করবে?
-১০০টি বই।
১০.মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত ধরনের স্মারক নোট ও মুদ্রা বাজারে ছাড়ে?
-চার ধরনের।
১১.মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো কত টাকার নোট বাজারে ছাড়ে?
-২০০ টাকার নোট।
১২.২০০ টাকার নোট বাজারে আসে কবে?
-১৮ মার্চ ২০২০।
১৩.করোনা কোন ভাষার শব্দ?
-গ্রিক।
১৪.ল্যাটিন শব্দ করোনা এর অর্থ কী?
-পুষ্পমাল্য বা পুষ্পমুকুট
১৫.করোনা ভাইরাস এর সন্ধান মেলে কোন দশকে?
-১৯৩০ এর দশকে
১৬.মানবদেহে প্রথমবারের মতো কোরোনা ভাইরাস সংক্রমণ হয় কবে?
-১৯৬০ সালে
১৭.চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে মানবদেহে করোনাভাইরাস প্রথম শনাক্ত করা হয় কবে?
-৩১ ডিসেম্বর ২০১৯ সালে।
১৮.চীনে কোভিড-১৯ আক্রান্ত রোগী প্রথম মারা যায় কবে?
-৯ জানুয়ারি ২০২০ সাল।
১৯.চীনের বাইরে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী কবে শনাক্ত করা হয়?
-১৩ জানুয়ারি ২০২০।
২০.বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে কোভিড ১৯ নামকরণ করে?
-১১ ফেব্রুয়ারি ২০২০ সালে।
-মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ।
২.মুজিববর্ষ ঘোষণা করা হয় কবে?
-১২ জানুয়ারি ২০১৯ সালে।
৩.মুজিববর্ষের সময়কাল কত?
-মার্চ ২০২০-মার্চ ২০২১।
৪.বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রথম ইভেন্ট ছিল কোনটি?
-বঙ্গবন্ধু বিপিএল
৫.মুজিববর্ষের লোগোর ডিজাইনার কে?
-শিল্পী সব্যসাচী হাজরা।
৬.মুজিববর্ষের থিম সং এর শিরোনাম কী?
-তুমি বাংলার ধ্রুবতারা, তুমি বাংলার বাতিঘর।
৭.মুজিববর্ষের থিম সং এর গীতিকার কে?
-ড. কামাল আবদুল নাসের চৌধুরী
৮.মুজিববর্ষের থিম সং এর সুর ও সংগীত আয়োজন করেছেন কে?
-নকিব খান
৯.মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলা একাডেমি কতটি বই প্রকাশ করবে?
-১০০টি বই।
১০.মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত ধরনের স্মারক নোট ও মুদ্রা বাজারে ছাড়ে?
-চার ধরনের।
১১.মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো কত টাকার নোট বাজারে ছাড়ে?
-২০০ টাকার নোট।
১২.২০০ টাকার নোট বাজারে আসে কবে?
-১৮ মার্চ ২০২০।
১৩.করোনা কোন ভাষার শব্দ?
-গ্রিক।
১৪.ল্যাটিন শব্দ করোনা এর অর্থ কী?
-পুষ্পমাল্য বা পুষ্পমুকুট
১৫.করোনা ভাইরাস এর সন্ধান মেলে কোন দশকে?
-১৯৩০ এর দশকে
১৬.মানবদেহে প্রথমবারের মতো কোরোনা ভাইরাস সংক্রমণ হয় কবে?
-১৯৬০ সালে
১৭.চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে মানবদেহে করোনাভাইরাস প্রথম শনাক্ত করা হয় কবে?
-৩১ ডিসেম্বর ২০১৯ সালে।
১৮.চীনে কোভিড-১৯ আক্রান্ত রোগী প্রথম মারা যায় কবে?
-৯ জানুয়ারি ২০২০ সাল।
১৯.চীনের বাইরে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী কবে শনাক্ত করা হয়?
-১৩ জানুয়ারি ২০২০।
২০.বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে কোভিড ১৯ নামকরণ করে?
-১১ ফেব্রুয়ারি ২০২০ সালে।