Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4798
১.ভারত শাসন সংক্রান্ত কোন আইন সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টে পাস করা হয়?
-রেগুলেটিং অ্যাক্ট-১৭৭৩।
২.কলকাতা সুপ্রিম কোর্ট এর প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
-স্যার ইলিজা ইম্পে।
৩.১৭৭৪ সালে ভারত শাসন সংক্রান্ত যে আইন ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় তার নাম কী?
-পিট’স ইন্ডিয়া অ্যাক্ট-১৭৮৪।
৪.কার সময়ে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়?
-হেস্টিংসের আমলে।
৫.কলকাতা আলিয়া মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?
-১৭৮০ সাল।
৬.রানী ভবানী জমিদার চ্যুত হন কবে?
-১৭৭৪ সালে।
৭.রানী ভবানী পুনরায় কবে জমিদারিতে অধিষ্ঠিত হন?
-১৭৭৫ সালে।
৮.১৭৮৪ সালে হেস্টিংসের উৎসাহে কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
-স্যার উইলিয়াম জোন্স।
৯.ব্রিটিশ নাগরিক উইলিয়াম জোন্স ভারতবর্ষে কবে নিযুক্ত হন?
-১৭৮৩ সালে।
১০.আইন-ই আকবরী গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য প্রথম উদ্যোগ নেন কোন গভর্নর জেনারেল?
-ওয়ারেন হেস্টিংস।

লর্ড কর্নওয়ালিস ও চিরস্থায়ী বন্দোবস্ত
১.চিরস্থায়ী বন্দোবস্তের আগে কর্নওয়ালিস রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোন নীতি গ্রহণ করেন?
-দশসনা বন্দোবস্ত।
২.চিরস্থায়ী বন্দোবস্ত জমির মালিক কে হয়?
-জমিদারগণ।
৩.কোন আইনবলে নির্দিষ্ট দিনে রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে বহু পুরাতন জমিদার তাদের জমিদারি হারায়?
-সূর্যাস্ত আইন।
৪.কে নামসর্বস্ব নবাবী শাসনের সম্পূর্ণরূপে অবসান ঘটান?
-কর্নওয়ালিস।
৫.কত সালে নামসর্বস্ব নবাবী শাসনের সম্পূর্ণরূপে অবসান ঘটান?
-১৭৯০ সালে।
৬.কর্নওয়ালিস কোড কখন চালু করা হয়?
-১ মে ১৭৯৩ সালে।
৭.কোন গভর্নর জেনারেল সর্বপ্রথম একচেটিয়াভাবে ইউরোপীয় কর্তৃক পরিচালিত শাসনব্যবস্থার প্রবর্তন করেন?
-কর্নওয়ালিস।
৮.তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে?
-কর্নওয়ালিস।
৯.কনওয়ালিস দ্বিতীয় মেয়াদে কতদিন ক্ষমতায় ছিলেন?
-তিন মাস।
১০.ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?
-১৮০০ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    6175 Views
    by Romana
    0 Replies 
    4518 Views
    by rana
    0 Replies 
    4202 Views
    by kajol
    0 Replies 
    7247 Views
    by kajol
    0 Replies 
    15261 Views
    by rajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]