Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4798
১.ভারত শাসন সংক্রান্ত কোন আইন সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টে পাস করা হয়?
-রেগুলেটিং অ্যাক্ট-১৭৭৩।
২.কলকাতা সুপ্রিম কোর্ট এর প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
-স্যার ইলিজা ইম্পে।
৩.১৭৭৪ সালে ভারত শাসন সংক্রান্ত যে আইন ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় তার নাম কী?
-পিট’স ইন্ডিয়া অ্যাক্ট-১৭৮৪।
৪.কার সময়ে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়?
-হেস্টিংসের আমলে।
৫.কলকাতা আলিয়া মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?
-১৭৮০ সাল।
৬.রানী ভবানী জমিদার চ্যুত হন কবে?
-১৭৭৪ সালে।
৭.রানী ভবানী পুনরায় কবে জমিদারিতে অধিষ্ঠিত হন?
-১৭৭৫ সালে।
৮.১৭৮৪ সালে হেস্টিংসের উৎসাহে কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
-স্যার উইলিয়াম জোন্স।
৯.ব্রিটিশ নাগরিক উইলিয়াম জোন্স ভারতবর্ষে কবে নিযুক্ত হন?
-১৭৮৩ সালে।
১০.আইন-ই আকবরী গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য প্রথম উদ্যোগ নেন কোন গভর্নর জেনারেল?
-ওয়ারেন হেস্টিংস।

লর্ড কর্নওয়ালিস ও চিরস্থায়ী বন্দোবস্ত
১.চিরস্থায়ী বন্দোবস্তের আগে কর্নওয়ালিস রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোন নীতি গ্রহণ করেন?
-দশসনা বন্দোবস্ত।
২.চিরস্থায়ী বন্দোবস্ত জমির মালিক কে হয়?
-জমিদারগণ।
৩.কোন আইনবলে নির্দিষ্ট দিনে রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে বহু পুরাতন জমিদার তাদের জমিদারি হারায়?
-সূর্যাস্ত আইন।
৪.কে নামসর্বস্ব নবাবী শাসনের সম্পূর্ণরূপে অবসান ঘটান?
-কর্নওয়ালিস।
৫.কত সালে নামসর্বস্ব নবাবী শাসনের সম্পূর্ণরূপে অবসান ঘটান?
-১৭৯০ সালে।
৬.কর্নওয়ালিস কোড কখন চালু করা হয়?
-১ মে ১৭৯৩ সালে।
৭.কোন গভর্নর জেনারেল সর্বপ্রথম একচেটিয়াভাবে ইউরোপীয় কর্তৃক পরিচালিত শাসনব্যবস্থার প্রবর্তন করেন?
-কর্নওয়ালিস।
৮.তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে?
-কর্নওয়ালিস।
৯.কনওয়ালিস দ্বিতীয় মেয়াদে কতদিন ক্ষমতায় ছিলেন?
-তিন মাস।
১০.ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?
-১৮০০ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    655 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2108 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]