Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4779
দ্বৈতশাসন ও ছিয়াত্তরের মন্বন্তর
১.লর্ড ক্লাইভ কবে ফোর্ট উইলিয়াম গভর্নরের দায়িত্ব পালন করেন?
-১৭৫৭-১৭৬০ সাল পর্যন্ত।
২.ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলা বিহার, উড়িষ্যার দেওয়ানি প্রদান করা হয়?
-১২ আগস্ট ১৭৬৫ সালে।
৩.দ্বৈতশাসনের প্রর্বতক কে?
-লর্ড ক্লাইভ।
৪.দ্বৈতশাসন ব্যবস্থার মারাত্মক পরিণতি কি ছিল?
-ছিয়াত্তরের মন্বন্তর।
৫.ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কতসনে সংগঠিত হয়?
-১১৭৬ বঙ্গাব্দে।
৬.উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
-লর্ড মাউন্টব্যাটেন।
৭.ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলার দ্বৈতশাসন ব্যবস্থা চালু করে?
-১৭৬৫ সালে।
৮.কোম্পানির কোন শর্তে বাংলার দেওয়ানি ক্ষমতা লাভ করে?
-বাংলার নবাবকে বার্ষিক ৫৩ লাখ টাকা ও দিল্লির সম্রাট শাহ আলমকে বার্ষিক ২৬ লাখ টাকা কর প্রদানের শর্ত।
৯.কোন চুক্তি অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈতশাসন ব্যবস্থা প্রণয়নের সুযোগ পায়?
-এলাহাবাদ চুক্তি
১০.ইংরেজ কর্তৃক নিযুক্ত সেতার রায় কোথাকার নায়েব দিউয়ান ছিলেন?
-বিহারের।
১১.কোম্পানির উপাধি হিসেবে রেজা খানের উপাধি কি ছিল?
-নায়েব দিউয়ান।
১২.নবাবের অভিভাবক হিসেবে রেজা খানের উপাধি কি ছিল?
-নায়েব নাজিম।
১৩.ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালনা কর্তৃপক্ষকে কি বলা হতো?
-বোর্ড অব ডিরেক্টস।
১৪.ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত হয় কবে?
-১৮৫৮ সালে।
১৫.ভারতে কোম্পানির শাসন শেষ হয় কার ঘোষণায়?
-মহারানী ভিক্টোরিয়ার।
১৬.ক্লাইভ কিভাবে মৃত্যুবরণ করেন?
-আত্মহত্যার মাধ্যমে।
১৭.ক্লাইভ কত সালে মৃত্যুবরণ করেন?
-২২ নভেম্বর ১৭৭৪ সালে।

ওয়ারেন হেস্টিংস
১.ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিস্তারের প্রথম সূচনা করেন কে?
-ওয়ারেন হেস্টিংস।
২.বোর্ড অব ডিরেক্টরসের নির্দেশে হেস্টিংস দ্বৈতশাসন ব্যবস্থা বিলুপ্ত করেন কখন?
-১৭৭২ সালে।
৩.মর্শিদাবাদ থেকে রাজকোষ ও রাজধানী কলকাতায় প্রথম কে স্থানান্তর করেন?
-ওয়ারেন হেস্টিংস ।
৪.দ্বিতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ কখন সংগঠিত হয়?
-১৭৮০-৮৪ পর্যন্ত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]