Let's Discuss!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4772
১.রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – (প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৩)
-১৯৫৩ সালে
২.ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয় – (সহকারী শিক্ষক ২০১২)
-১৯২১সালে
৩.এ দেশের সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন কে? (সহকারী শিক্ষক ২০১২)
-রাজা টোডরমল
৪.চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – (সহকারী শিক্ষক ২০১২)
-১৯৬৬ সালে
৫.BSNBEIS কত সালে প্রতিষ্ঠিত হয়? (সহকারী শিক্ষক ২০০৭)
-১৯৭৭ সালে
৬.ন্যাপ কোথায় অবস্থিত? (সহকারী শিক্ষক ২০০৩)
-ময়মনসিংহ শহরে
৭.বর্তমানে বাংলাদেশে সরকারি পিটিআই মোট কতটি? (সহকারী শিক্ষক ২০০২)
-৬৮টি
৮.ক্ল্যাস্টারিং পদ্ধতিতে প্রশিক্ষণ দেন – (সহকারী শিক্ষক ১৯৯৮)
-পিটিআই ইন্সট্রাক্টর
৯.নিচের কোন জেলায় পিটিআই নেই? (সহকারী শিক্ষক ১৯৯৮)
-সকল জেলাতেই আছে
১০.জাতীয় শিক্ষক প্রশিক্ষন ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম – (সহকারী শিক্ষক ১৯৯৮)
-NAEM
১১.নিচের কোন জেলায় কোনো প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট নেই? (প্রধান শিক্ষক ১৯৯৯)
-বর্তমানে সকল জেলাতেই আছে।
১২.বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় কোন সংখ্যান কাছাকাছি? (প্রধান শিক্ষক ১৯৯৯)
-৬৫,৬২০ টি
১৩.১৯৭৩ সালে কতটি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়? (প্রধান শিক্ষক ১৯৯৮)
-৩৬,১৬৫
১৪.দেশে বর্তমানে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত? (প্রধান শিক্ষক ১৯৯৮)
-১৩৪ টি
১৫.জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? (প্রধান শিক্ষক ১৯৯৪)
-গাজীপুরে
১৬.UCEP এর কার্যক্রম কিসের সাথে জড়িত? (সহকারী শিক্ষক ১৯৯৮)
-শিক্ষা
১৭.হযরত মুহম্মদ (সা) শিক্ষার প্রসারে প্রথম পদক্ষেপ হিসেবে কতটি মসজিদে শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন? (সহকারী শিক্ষক ২০০৩)
-৯টি
১৮.আর্য শিক্ষা ব্যবস্থায় সমাজের অধিবাসীদের প্রধানত কতটি স্তরে বিভক্ত করা হতো? (সহকারী শিক্ষক ২০০৩)
-চারটি
১৯.ইংল্যান্ডে কত সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয়? (সহকারী শিক্ষক ১৯৯৭)
-১৮৫৭ সালে
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  90 Views
  by 96tipu
  0 Replies 
  88 Views
  by 96tipu
  0 Replies 
  195 Views
  by Aresantor
  0 Replies 
  373 Views
  by Coxalamgir92
  0 Replies 
  369 Views
  by Coxalamgir92