Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4771
১.জাপানের পার্ল হারবার আক্রমণ করে –
-৭ ডিসেম্বর ১৯৪১ সালে
২.বাস্তিল দুর্গের পতন ঘটে –
-১৪ জুলাই ১৭৮৯ সালে
৩.মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে –
-১৯৫৬ সালে
৪.বার্লিন দেয়াল কোন সালে নির্মিত হয়?
-১৯৬১ সালে
৫.মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ?
-ফ্রান্স
৬.মেসোপটেমীয় এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশ?
-ইরাক
৭.মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল?
-১৯৭৩ সালে
৮.ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?
-ইরাক
৯.লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ হয়?
-ফ্রান্স
১০.যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
-লুইসিয়ানা
১১.যুক্তরাষ্ট্র ইউনিয়নে সর্বশেষ যোগ দেয়?
-হাওয়াই
১২.ফিলিস্তিনদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
-১৯৪৮ সালে
১৩.হরপ্পা সভ্যতা কোন দেশে গড়ে ওঠে?
-পাকিস্তান
১৪.কত সালে তৈমুর লং ভারত আক্রমণ করেন?
-১৩৯৮ সালে
১৫.সান ইয়াৎ সেনের নেতৃত্বে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯১২ সালে
১৬.কবে থেকে হিজরি সাল গননা করা হয়?
-৬২২ সাল
১৭.ব্যাবিলনেন ঝুলন্ত উদ্যান কে তৈরি করেন?
-নেবুচাদনেজার
১৮.মেসোপটেমীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?
-ইউফ্রেটিস
১৯.কলকাতা শহরের গোড়াপত্তন ঘটেছিল –
-১৬৯০ সালে
২০.কে ভারত থেকে ময়ুর সিংহাসন পারস্যে নিয়ে যান?
-নাদির শাহ
২১.চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত?
-৮৮৫০ কিমি
২২.সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?
-১৯২২ সালে
২৩.প্রথম কাগজ আবিষ্কৃত হয় কোন দেশে?
-চীনে
২৪.ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
-ষোড়শ লুই
২৫.বার্লিন প্রাচীর তৈরি করেছিল –
-সাবেক পূর্ব জার্মানি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2652 Views
    by sajib
    0 Replies 
    2546 Views
    by rajib
    0 Replies 
    2185 Views
    by kajol
    0 Replies 
    1471 Views
    by shihab
    0 Replies 
    1873 Views
    by masum

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]