Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4769
১.কত সালে থেকে বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করে?
-১৯৬০ সাল
২.বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকার নাম –
-উত্তরাধিকার
৩.বাংলা একাডেমির প্রথম পরিচালক কে?
-মুহম্মদ এনামুল হক
৪.বাংলা একাডেমি থেকে কয়টি সাময়িকী প্রকাশিত হয়?
-৬টি
৫.বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৫২ সালে
৬.বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় –
-১৯৫৫ সালে
৭.কত সালে শিল্পকলা একাডেমী ড্রতিষ্ঠা করা হয়?
-১৯৭৪ সালে
৮.শিল্পকলা একাডেমী কোথায় অবস্থিত?
-সেগুনবাগিচা
৯.বাংলাদেশ শিশু একাডেমীর কার্যক্রম শুরু হয় কবে?
-১৯৭৭ সালের ১৫ জুলাই
১০.শিশু একাডেমি কবে থেকে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার প্রবর্তন করে?
-১৯৭৮ সাল
১১.শিশু একাডেমি কোথায় অবস্থিত?
-পুরনো হাইকোর্ট এলাকায়
১২.PCSIR এর নাম পরিবর্তন করে BANSDOC রাখা হয় কবে?
-১৯৭২ সালে
১৩.কত সালে BANSDOC কে স্বতন্ত্র কেন্দ্রীয় জাতীয় সংস্থায় উন্নীত করা হয়?
-১৯৮৭ সালে
১৪.কবে ন্যাশনাল বুক সেন্টার অব পাকিস্তান এর নাম পরিবর্তন করে এর নাম জাতীয় গ্রন্থকেন্দ্র করা হয়?
-১৯৭১ সালে
১৫.জাতীয় গ্রন্থকেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান?
-সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১৬.BCIC কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭২ সালে
১৭. BCIC কোন মন্ত্রণালয়াধীন?
-শিল্প মন্ত্রণালয়
১৮.বিআরআই কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৬ সালে
১৯.বাংলাদেশে নির্মিত প্রথম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ছবির নাম কী?
-জাগো হুয়া সাভেরা
২০.জাতীয় চলচিত্র পুরস্কার প্রবর্তিত হয় –
-১৯৭৬ সালে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    682 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1029 Views
    by bdchakriDesk
    0 Replies 
    427 Views
    by tumpa
    0 Replies 
    364 Views
    by tumpa
    0 Replies 
    31 Views
    by tamim

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]